
জবাবটা মুখে নয়, মাঠে দিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। গোকুলাম কেরালার বিরুদ্ধে পরাজয়ের পর অপমানিত হতে হয়েছিল দলকে। এরপর বসুন্ধরার বিরুদ্ধে ৪-০ গোলে জয়। ম্যাচ শেষে বাগান কোচ হুয়ান ফেরান্ডো বললেন, ‘মুখে কিছু না বলাটাই পছন্দ করি।’
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এটিকে মোহন বাগানের স্প্যানিশ কোচ। তাঁর বক্তব্য উঠে এসেছে জাতীয় সংবাদ মাধ্যমে। প্রশ্ন করা হয়েছিল গোকুলাম কেরালা ফুটবল ক্লাব কোচের মন্তব্য নিয়ে। হুয়ানের উত্তর, ‘আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংগ্রহণকার করেছি। একে অন্যকে শ্রদ্ধা এবং ফেয়ার প্লের মাধ্যমে ফুটবল আরও সুন্দর হয়ে ওঠে। যখন কোনো খবর পড়ি, তখন সে বিষয়ে কিছু না বলাটাই পছন্দ করি। খুব ভালো লাগে যখন খেলোয়াড়রা মাঠে জবাব দেন। অযথা শক্তি ক্ষয় করতে চাই না।’
বুধবার ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে এক প্রকার আগুন ঝরিয়েছিলেন গোকুলাম কেরালার কোচ ভিন্সেঞ্জো অ্যালবার্ত। ‘ভিডিও বিশ্লেষণের মাধ্যমে হলফ করে বলতে পারি যে এটিকে মোহন বাগানের তুলনায় আই লিগে অবনমনের সঙ্গে লড়াই করা রিয়াল কাশ্মীর আমাদের বিরুদ্ধে অনেক ভালো খেলেছিল। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে এ’টা দেখতে চাই। এটাই সত্যি’, বক্তব্য ভিন্সেঞ্জোর।
এরপর বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজনও মনস্তাত্ত্বিক খেলায় মন দিয়েছিলেন। শব্দের মাধ্যমে চাপে রাখতে চেয়েছিলেন বাগানকে। কিন্তু মাঠে তার উল্টোটাই হয়েছে। একটি গোলও করতে পারেনি বসুন্ধরা। উল্টে চার গোল হজম করে মাঠ ছেড়েছে।










