ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নেমে ‘বিস্ফোরক’ ATK Mohun Bagan কোচ

চলতি মরশুমে বড়ো আশা নিয়ে দল গঠন করলেও কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারেনি এটিকে মোহনবাগান দল (ATK Mohun Bagan)। দলটার পারফরম্যান্স অনিয়মিত দলটার মধ্যে যে বিস্তর ফাকফোঁকর রয়েছে

Head-Coach-Juan-Ferrando

চলতি মরশুমে বড়ো আশা নিয়ে দল গঠন করলেও কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারেনি এটিকে মোহনবাগান দল (ATK Mohun Bagan)। দলটার পারফরম্যান্স অনিয়মিত দলটার মধ্যে যে বিস্তর ফাকফোঁকর রয়েছে সে কথা বলাই বাহুল‍্য।এবার দলের এমন অনিয়মিত পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো।

Advertisements

সবুজ মেরুন কোচ বলেছেন, ” আমরা নিজেদের সেরা পারফরম্যান্স টা এখনও অবধি দিয়ে উঠতে পারছিনা।গোল করার জন্যে বিস্তর সুযোগ তৈরী করছে ছেলেরা, কিন্তু গোলটা করে উঠতে পারছেনা কেউই।এছাড়া দলের উইংগাররাও কার্যকর ফুটবল খেলতে পারছেনা।কিন্তু আমি হাল ছাড়ছিনা এখনই।ওদের পাশে আছি।ওরা একদিন সফল হবেই।”

বিজ্ঞাপন

বর্তমানে আইএসএলের লিগ টেবিলের পাঁচ এবং ছয় নম্বর স্থানে আছে ওড়িশা এফসি এবং এটিকে মোহনবাগান।শনিবার যুবভারতীতে মুখোমুখি হবে দুই দল।যে দল জিতবে তারা প্লে অফে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে।এদিন ম‍্যাচের ফলাফলের বিষয় ফুটবল বিশেষজ্ঞরা নিজেদের সুচিন্তিত মতামত ব‍্যক্ত করেছে।তাদের মতে এটিকে মোহনবাগানের ডিফেন্স টা খুব একটা খারাপ নয়।

এছাড়া এটিকে মোহনবাগান দলের মাঝমাঠ বেশ ভালো পারফরম্যান্স দিচ্ছে।সমস্যা শুধুমাত্র গোল করার সুযোগ গুলো কাজে লাগাতে না পারাটা।এর ফল ভুগছে সবুজ মেরুন শিবির।