ATK Mohun Bagan: ফেরান্দোর জন্য কি অপেক্ষা করে রয়েছে হাবাসের পরিণতি

খারাপ পারফরম্যান্সের (ATK Mohun Bagan) দায় নিয়ে সরে যেতে হয়েছিল লোপেজ হাবাসকে (Antonio Lopez Habas)। দায়িত্ব নিয়ে আসা হয়েছিল হুয়ান ফেরান্দো‌কে (Juan Fernando)। এখনও পর্যন্ত…

খারাপ পারফরম্যান্সের (ATK Mohun Bagan) দায় নিয়ে সরে যেতে হয়েছিল লোপেজ হাবাসকে (Antonio Lopez Habas)। দায়িত্ব নিয়ে আসা হয়েছিল হুয়ান ফেরান্দো‌কে (Juan Fernando)। এখনও পর্যন্ত কোচ হিসেবে তাঁর পারফরম্যান্স কি সন্তোষজনক? 

এটিকে মোহন বাগানের কোচ হিসেবে শেষ ছয়টি ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স দিতে পারেননি হাবাস। ম্যাচ ছয়টির মধ্যে পেয়েছিলেন দু’টি জয়, দু’টি ড্র এবং দু’টি হার। এরপরেই বেজেছিল বিদায় ঘণ্টা। হুয়ান ফেরান্দো‌র শেষ ছয়টি ম্যাচের রিপোর্ট কার্ড অনুরূপ। দু’টি করে জয়, পরাজয় এবং অমীমাংসিত ম্যাচ। 

ATK Mohun Bagan
তখনও দলের হাল ছিল হাবাসের হাতে।

পরাজিত ম্যাচ দু’টি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। একটি ম্যাচে এটিকে মোহন বাগান জামশেদপুরের মুখোমুখি হয়েছিল। শিল্ডের লড়াইয়ের পরাজিত হয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। সেই হারের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবার হার। এবার সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে। এগিয়ে গিয়েও দুই গোলের ব্যবধানে পরাজয়। হায়দরাবাদ এফসি ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পালতোলা নৌকাকে । 

হুয়ান বরাবর আঙুল তুলেছেন দলের চোট আঘাত সমস্যার দিকে। খুব অল্প ম্যাচেই হয়তো হাতে পেয়েছেন পূর্ণ শক্তির দল। অতিমারি, জৈব বলয়, অল্প সময়ে একাধিক ম্যাচ খেলার খেসারত দলকে দিতে হচ্ছে এমন অভিযোগও বাগান কোচ করেছেন। কিন্তু পেশাদার ফুটবলে দিন শেষে ফলাফলটাই যে শেষ কথা সে কথা আলবাদ জানেন তিনি। ইতিমধ্যে সমর্থকদের একাংশ হুয়ান ফেরান্দো‌র প্রতি বিষাদ প্রকাশ করেছেন। শুরু হয়ে গিয়েছে প্রাক্তন কোচ লোপেজ হাবাসের সঙ্গে তুলনা।