AFC Cup: উইঙ্গারে ভরসা করে হায়দরাবাদ বধ করতে চান ফেরেন্দো, রিহ্যাব করলেন কাউকো

Coach Fernando of ATK Mohun Bagan on the sidelines

এবারের হিরো আইএসএলে সকলকে চমকে দিয়ে খেতাব জয় করে এটিকে মোহনবাগান। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে নিজেদের ছন্দে ফেরে মনবীর-প্রীতমরা। সেখান থেকেই আসে সাফল্য। সেই পরিকল্পনা নিয়েই এবার কেরালায় সুপার কাপ (Super Cup) অভিযানে নামে ফেরেন্দোর ছেলেরা।

প্রথম ম্যাচে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেলেও গ্রুপের শেষ দুই ম্যাচে মুখ থুবড়ে পরে সবুজ-মেরুন ব্রিগেড। সেই ব্যর্থতা কাটিয়ে এবার এফসি কাপের যোগ্যতা অর্জন করতে মরিয়া ফেরেন্দো ব্রিগেড। সেইমতো কেরল থেকে ফিরে বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার গত রবিবার থেকে অনুশীলনে নেমে পড়ে গোটা দল।

প্রথম দিন দলের রক্ষনভাগ কে শক্তিশালী করার পাশাপাশি আক্রমণ ভাগে জোর দিতে দেখা যায় বাগান কোচ হুয়ান ফেরেন্দোকে। তবে পরেরদিন থেকেই দলের দুই উইং কে সচল রাখার কাজে মনোনিবেশ করেন এই স্প্যানিশ কোচ। আসলে শক্তিশালী হায়দরাবাদের বিপক্ষে দুই উইং কে কাজে লাগিয়েই গোল তুলে নিতে চান বাগানের হেডস্যার। সেইমতো লিস্টন কোলাসো থেকে শুরু করে, মনবীর সিং ও আশিক কুরুনিয়ানদের ফিটনেসের দিকে নিয়মিত নজর রাখছেন তিনি। তবে এদিন দলের সাথে অনুশীলন করার পরিবর্তে রিহ্যাব সারলেন বিদেশি তারকা জনি কাউকো ও দীপক টাংড়িরা।

   

তবে দুই উইং থেকে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকায় আজ মাঠের দুই প্রান্ত থেকে বল বাড়িয়ে খেলোয়াড়দের স্পেশাল ট্রেনিং করালেন ফেরেন্দো। এক্ষেত্রে আশিক কুরুনিয়ানের উপর বাড়তি ভরসা রাখছেন বাগান কোচ। বলাবাহুল্য, এবারের আইএসএলের নকআউটে ওডিশা এফসির বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন কেরলের এই তারকা। যারফলে, সেমিফাইনালে খেলতে পারেননি তিনি। তবে এবার এফসি কাপের লক্ষ্য তার উপরেই বাড়তি ভরসা রাখছেন বাগান কোচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন