ATK Mohun Bagan: চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ব, আজ জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রীতম

গতবার ফাইনালে (ISL final) ওঠে ও শেষটা মনের মতো হয়নি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। হাড্ডাহাড্ডি লড়াই করে ও শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড।

ATK Mohun Bagan: চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ব, আজ জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রীতম

গতবার ফাইনালে (ISL final) ওঠে ও শেষটা মনের মতো হয়নি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। হাড্ডাহাড্ডি লড়াই করে ও শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। নির্ধারিত সময় পর্যন্ত সেবার ম্যাচের ফলাফল ১-১ থাকলে ও অতিরিক্ত সময়ে গিয়ে বিপিন সিংয়ের করা গোলে শেষ পর্যন্ত বাজিমাত করেছিল রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি।

যা আজও ভুলতে পারেননি মোহনবাগান ফুটবলাররা। সময় বদলেছে, আরো একবার আইএসএলের ফাইনালে উঠেছে এটিকে মোহনবাগান। এবার প্রতিপক্ষ বেঙ্গালুরু। তবে এবার আর খালি হাতে শহরে ফিরতে রাজি নন সবুজ-মেরুন ফুটবলাররা। সেকথা আগেই শোনা গিয়েছিল খেলোয়াড়দের তরফে। তাই আজ নিজেদের সর্বস্ব দিয়ে ট্রফি জয়ের জন্য ঝাঁপাবে এটিকে মোহনবাগান।

এই প্রসঙ্গে ম্যাচের আগে ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগান অধিনায়ক বলেন, আগে তিনবার ফাইনাল খেলেছি সেক্ষেত্রে দুবার ট্রফি জিতে ফিরেছি। কিন্তু একবার তা সম্ভব হয়নি। তবে এই নিয়ে চতুর্থবার খেলতে নামছি। তাই এবার আরো একবার ট্রফি নিজেদের ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তিনি আরো ও বলেন, এই এটিকে মোহনবাগান দলের যে শক্তি রয়েছে। তা সম্পূর্ণ ভাবে কাজে লাগাতে পারলে তাদের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। সেইসাথে জয়ের ব্যাপারে ও যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা যায় উত্তরপাড়ার এই তারকা ফুটবলার কে। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হুঙ্কার দিয়ে তিনি বলেন, ফাইনালে যখন উঠেছি ট্রফি নিয়ে কলকাতায় ফেরার চেষ্টায় খামতি থাকবে না। ঠিকমতো খেললে আমাদের জয় নিশ্চিত।

Advertisements

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এরপরেই গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শুরু হবে এবারের আইএসএলের ফাইনাল। যেখানে অধিনায়ক সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর মুখোমুখি হবে প্রীতমের এটিকে মোহনবাগান। উভয়ের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়া। তবে শেষ পর্যন্ত কার ভাগ্যের শিঁকে ছেড়ে সেটাই দেখার। তবে বিশেষজ্ঞদের অনুমান, আগের বছর গুলির তুলনায় এবার অনেকটাই পরিপূর্ণ সবুজ-মেরুন শিবির। গোলরক্ষক বিশাল কাইথ থেকে শুরু করে রক্ষনভাগের খেলোয়াড়রা প্রত্যেকেই রয়েছেন দূরন্ত ফর্মে, অপরদিকে যথেষ্ট ভালো খেলছে বেঙ্গালুরু। শেষ হাসি কাদের থাকে সেদিকেই এখন নজর সকলের।