ফুটবলার না হলে এই খেলায় নাম লেখাতেন মোহনবাগানের নতুন বিদেশি

Atk Mohun Bagan Brendan Hamill questions answers round

নতুন মরসুমের নতুন অস্ট্রেলিয়ান তারকাকে দলে নিয়েছে এটিকে মোহন বাগান (Atk Mohun Bagan)। মেরিনার্সদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। এএফসি খেতাব জেতা তাঁর লক্ষ্য।

একটি প্রশ্ন উত্তর পর্বের সম্মুখীন হয়েছিলেন এটিকে মোহন বাগানের নতুন বিদেশি ব্র্যান্ডন হামিল। সদা হাস্যময় এই ফুটবলার অবলীলায় প্রশ্নের উত্তর দিয়েছেন। সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামার জন্য হামিল মুখিয়ে রয়েছেন।

   

নেইমার, কুটিনোহদের বিরুদ্ধে খেলেছেন। কিন্তু যদি ফুটবলে না আসতেন, তাহলে কোন খেলায় নাম লেখাতেন তিনি? হামিলের সরকারি উত্তরে, ক্রিকেটে। ফুটবল না হলে তিনি ক্রিকেট খেলতেন। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে একজন ওপেনার হিসেবে খেলার ইচ্ছা রয়েছে তাঁর।

ফুটবল প্রোফাইল বেশ ভালো। বড় বড় খেলোয়াড়দের পক্ষে বিপক্ষে খেলেছেন। কাকে দেখে নিজেকে উদ্বুদ্ধ করেছেন নিজেকে, ‘ইন্সপিরিশিন’ পেতেন কার থেকে? এটিকে মোহন বাগানের নতুন বিদেশি হামিল বলেছেন, ‘ মা ‘। মা না থাকলে আজ হয়তো তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারতেন না। মা-কে দেখে বড় হয়েছেন, মাকে দেখেই পেয়েছেন অনুপ্রেরণা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন