ISL: বেঙ্গালুরু বধ করে আইএসএল জয় এটিকে মোহনবাগানের

এবারের আইএসএল (ISL) জিতল এটিকে মোহনবাগান। (ATK Mohun Bagan) নায়ক সেই বিশাল কাইথ। নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত খেলার ফলাফল ২-২ থাকায় ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে।

ATK Mohun Bagan Beat Bengaluru FC

চ্যাম্পিয়ন। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারের আইএসএল (ISL) জিতল এটিকে মোহনবাগান। (ATK Mohun Bagan) নায়ক সেই বিশাল কাইথ। নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত খেলার ফলাফল ২-২ থাকায় ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। সেখানে ও খুব একটা সুবিধা করতে পারেনি দুই দল। যারফলে, খেলা চলে যায় ট্রাইবেকারে। সেখানেই ৪-৩ গোলের ব্যবধানে বেঙ্গালুরুকে (Bengaluru FC) পরাজিত করে সবুজ-মেরুন ব্রিগেড।

Advertisements

ATK_MohunBagan_final

বিজ্ঞাপন

আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে থাকে এটিকে মোহনবাগান শিবির। যারফলে, ম্যাচের ১৪ মিনিটের মাথায় প্রথম পেনাল্টি আদায় করে সবুজ-মেরুন শিবির। সেখানেই পেত্রাতোসের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে প্রথমার্ধের শেষের দিকেই পেনাল্টি তে গোল শোধ করে বেঙ্গালুরু এফসি। গোলদাতা সেই সুনীল। এরফলে প্রথমার্ধের শেষে ১-১ থাকে খেলার ফলাফল। তারপরে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়াতে থাকে বেঙ্গালুরু ব্রিগেড। এভাবেই চলতে থাকে বেশ কিছুটা সময়।

তারপর ম্যাচের ৭৭ মিনিটের মাথায় রয়কৃষ্ণার করা গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সুনীলের বেঙ্গালুরু। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষের দিকে ২-২ করে দেয় এটিকে মোহনবাগান। তারপর ট্রাইবেকার থেকে জয় তুলে নিল সবুজ-মেরুন ব্রিগেড। যা নিয়ে মাতোয়া আপামর মোহনবাগান সমর্থকবৃন্দ।