চ্যাম্পিয়ন। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারের আইএসএল (ISL) জিতল এটিকে মোহনবাগান। (ATK Mohun Bagan) নায়ক সেই বিশাল কাইথ। নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত খেলার ফলাফল ২-২ থাকায় ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। সেখানে ও খুব একটা সুবিধা করতে পারেনি দুই দল। যারফলে, খেলা চলে যায় ট্রাইবেকারে। সেখানেই ৪-৩ গোলের ব্যবধানে বেঙ্গালুরুকে (Bengaluru FC) পরাজিত করে সবুজ-মেরুন ব্রিগেড।
আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে থাকে এটিকে মোহনবাগান শিবির। যারফলে, ম্যাচের ১৪ মিনিটের মাথায় প্রথম পেনাল্টি আদায় করে সবুজ-মেরুন শিবির। সেখানেই পেত্রাতোসের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে প্রথমার্ধের শেষের দিকেই পেনাল্টি তে গোল শোধ করে বেঙ্গালুরু এফসি। গোলদাতা সেই সুনীল। এরফলে প্রথমার্ধের শেষে ১-১ থাকে খেলার ফলাফল। তারপরে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়াতে থাকে বেঙ্গালুরু ব্রিগেড। এভাবেই চলতে থাকে বেশ কিছুটা সময়।
আবার ও ভারতসেরা মোহনবাগান
♥️#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/HHePjF4Fxp
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 18, 2023
তারপর ম্যাচের ৭৭ মিনিটের মাথায় রয়কৃষ্ণার করা গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সুনীলের বেঙ্গালুরু। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষের দিকে ২-২ করে দেয় এটিকে মোহনবাগান। তারপর ট্রাইবেকার থেকে জয় তুলে নিল সবুজ-মেরুন ব্রিগেড। যা নিয়ে মাতোয়া আপামর মোহনবাগান সমর্থকবৃন্দ।