মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম‍্যাচের আগে দুঃশ্চিন্তার মেঘ ATK Mohun Bagan শিবিরে

আগামী ১৪ জানুয়ারি যুবভারতীতে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আইএসএলের ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)

Mohun Bagan won against North East United FC

আগামী ১৪ জানুয়ারি যুবভারতীতে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আইএসএলের ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তার আগে খারাপ খবর ধেঁয়ে আসলো সবুজ মেরুন শিবিরে।

এবারের আইএসএলের শুরু থেকে বিধ্বংসী মেজাজে আছে মুম্বাই সিটি এফসি। তাদের রুখতে যে রীতিমতো বেগে পেতে হবে এটিকে মোহনবাগানকে, সে কথা বলাই বাহুল‍্য।সবুজ মেরুন শিবিরের কাছে এখন সুযোগ আগে মুম্বাইয়ের বিজয়রথ থামিয়ে দেওয়ার। ইতিমধ্যে প্রাক্টিসে ফিরেছেন মনবীর সিং। এখনও খেলার আগে তিন – চার দিন বাকি, তাই তার ম‍্যাচ ফিট হয়ে ওঠার সম্ভাবনা কে পুরোপুরি এড়িয়ে যাওয়া যায়না।

Advertisements

যদি মনবীর ফেরে তাহলে লিস্টন এবং আশিকের মধ্যে যেকোনো একজনের বাদ পড়ার বিরাট আশঙ্কা আছে এখন। তবে পারফরম্যান্স দেখে লিস্টন কে বাদ দেওয়া উচিত,কারণ আশিক এইমুহুর্তে দারুণ ফর্মে আছেন। এখনো দীপক টাংড়ি সেরে ওঠেনি পুরোপুরি।এর ফলে দীপকের বদলে এই ম‍্যাচে শুরু করবে লেনি। এছাড়া পুইতিয়ার’ও খেলার সম্ভাবনা আছে।অর্থাৎ ১৪ ই জানুয়ারি ম‍্যাচে এই দুই ফুটবলার খেলতে পারবেনা।