Sunday, December 7, 2025
HomeSports Newsঅবিশ্বাস্য সমস্যাতে জেরবার ATK Mohun Bagan

অবিশ্বাস্য সমস্যাতে জেরবার ATK Mohun Bagan

- Advertisement -

চলতি ডুরান্ড কাপে (Durand Cup) নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেড এফসির বিরুদ্ধে ৩-২ গোলের বিশ্রী হারের ক্ষত এখনও শুকোয়নি। এরই মধ্যে আবার এ টি কে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দোর শিবিরে হাজির অবিশ্বাস্য এক সমস্যা। যা এই মুহুর্তে হটকেক।

সূত্রে খবর, ATK মোহনবাগানের অজি ডিফেন্ডার ব্যান্ডন হামিল ভারতে আসার পর থেকে পেটের সমস্যায় ভুগছেন এবং এমনকি ভারতে তৈরি হওয়া মিনারেল ওয়াটার নিয়েও ২৯ বছরের হামিলের সমস্যা হচ্ছে। হঠাৎ করেই হামিলের ৫ কেজি ওজন কমে গিয়েছে।

   

Atk Mohun Bagan Brendan Hamill questions answers round

অন্যদিকে, ঘানার ডিফেন্ডার ফ্লোরেন্টিন পোগবা যাকে ২০২২-২৩ ফুটবল মরসুমের জন্য অধিনায়ক নির্বাচিত করা হয়েছে তাকে নিয়েও এখন বেকায়দায় পড়ে গিয়েছে সবুজ মেরুন শিবির। কান পাতলে শোনা যাচ্ছে, ৩২ বছরের পোগবা হজমের সমস্যায় ভুক্তভোগী হওয়ার সঙ্গে তার মাথাও ঘুরছে।

আগামী ২৪ আগস্ট হুয়ান ফেরান্দোর ছেলেরা মুখোমুখি হবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। পুরো দলের কাছে রাজস্থান ম্যাচ এখন অতীত।মনবীর সিং’র গোলের সহজ সুযোগ হাতছাড়া নিয়ে সমর্থকরা সামাজিক মাধ্যমে ট্রোলিং’র মাধ্যমে খিল্লি ওড়ালেও তা ক্ষণস্থায়ী তা পাঞ্জাব পুত্র মনবীর সিং এবং টিম ম্যানেজমেন্ট এই নিয়ে ওয়াকিবহাল। তাই শত সমালোচনার মুখে পড়েও গোটা টিমের ফোকাস এখন মুম্বই ম্যাচ। প্রথম ম্যাচ হেরে যাওয়াতে ATKমোহনবাগানের কাছে নিজেদের দ্বিতীয় ম্যাচ হয়ে উঠেছে “ডু অর ডাই” ম্যাচ সিচুয়েশন। চলতি টুর্নামেন্টে শেষ আটে যেতে হলে মুম্বই সিটি এফসিকে হারাতেই হবে প্রীতম কোটালদের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular