ATK Mohun Bagan: ফেরান্দোর পরিবর্তে লোবেরার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান

Sergio Lobera, Football Manager

ইতিমধ্যে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan ) কোচ নিয়োগের বিষয় হইচই তৈরি হয়েছে ময়দানে। দলের বর্তমান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) নিজের পছন্দ মাফিক দল গড়েও দলকে প্রত‍্যাশা মাফিক ফলাফল এনে দিতে পারেননি। নিজের পছন্দসই দেশি এবং বিদেশি ফুটবলারকে নিয়ে এসেছিলেন কোচ জুয়ান ফেরান্দো।

আরও পড়ুন: Cooch Behar: কেন্দ্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে প্রেমকুমারের মৃত্যুর ঘটনায় হুঁশিয়ারি অভিষেকের

   

দলের প্রতিটি বিভাগের ফুটবলার নিয়ে এলেও একজন স্ট্রাইকার না নিয়ে আসায় গোটা দলটা ভীষণ দূর্বল হয়ে পড়ে।প্রতি ম‍্যাচে আক্রমণ তৈরী হচ্ছে কিন্তু দলে স্ট্রাইকার না থাকায় সেই আক্রমণকে কাজে লাগাতে পারছেনা সবুজ-মেরুন শিবির।

কোচ জুয়ান ফেরান্দোর জন্যে ভুগতে হচ্ছে এটিকে মোহনবাগানকে। ইতিমধ্যে পরবর্তী মরশুমের জন্যে বেশ কিছু কোচের নাম ঘোরাফেরা করছে এটিকে মোহনবাগানে। শোনা যাচ্ছে ৪৬ বছর বয়সী স্প‍্যানিশ কোচ সের্জিও লোবেরার (Sergio Lobera) সাথে কথাবার্তা বলা শুরু করেছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: ATK Mohun Bagan: হায়দ্রাবাদের বিরুদ্ধে শুভাশীষ বোসের বদলে খেলবেন এই মোহন-তারকা

সিটি ফুটবল গ্রুপের সাথে লোবেরার চুক্তি একেবারে শেষের পথে‌। তাই লোবেরাকে আনতে তৎপরতা দেখাচ্ছে এটিকে মোহনবাগান। সিটি গ্রুপের সাথে এটিকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্টের সম্পর্ক খুব একটা ভালো নয়। তাই লোবেরাকে আরও বেশি টাকা দিয়ে যদি চুক্তি বাড়িয়ে নেয় সিটি গ্রুপ, তখন কিন্তু কিছু করার থাকবেনা এটিকে মোহনবাগানের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন