জামশেদপুর এফসি ম‍্যাচের দুর্ধর্ষ প্লেয়িং ইলেভেন ঘোষণা করল এটিকে মোহনবাগান

বৃহস্পতিবার আইএসএলের ম‍্যাচে সন্ধ্যা ৭:৩০ টা থেকে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) খেলতে নামবে জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে

ATK Mohun Bagan announced playing eleven against Jamshedpur FC

বৃহস্পতিবার আইএসএলের ম‍্যাচে সন্ধ্যা ৭:৩০ টা থেকে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) খেলতে নামবে জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে ৷ জামশেদপুর এফসির ঘরের মাঠে। গত ম‍্যাচে নিজেদের ঘরের মাঠে হারের মুখ দেখার ফলে এই ম‍্যাচের থেকে জয় তুলে নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ এটিকে মোহনবাগানের কাছে।এই ম‍্যাচে জয় পেলে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফেরত পাবে এটিকে মোহনবাগান দল,সেই কথা বলাই বাহুল‍্য।

এই ম‍্যাচের জন‍্যেও ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজাবে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।যেখানে গোলকিপার পজিশনে থাকবে বিশাল কাইথ।এবং চারজন ডিফেন্ডার হিসেবে দেখা যাবে শুভাশীষ বোস,ব্রান্ডন হামিল,প্রীতম কোটাল এবং আশীষ রাইকে।বর্তমানে এই চার ডিফেন্ডার দারুণ নির্ভরতা যোগাচ্ছে এটিকে মোহনবাগানের ডিফেন্স লাইন আপকে।দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন গ্লেন মার্টিন্স এবং কার্ল ম‍্যাঘেউ।দুই উইংয়ে দেখা যাবে মনবীর সিং এবং লিস্টন কোলাসোকে।

   

অবশ্য পরের দিকে লিস্টন কোলাসোর পরিবর্তে কিয়ান নাসিরির খেলার সম্ভাবনা প্রবল।এবং প্লে মেকারের ভূমিকায় শুরু থেকেই গ‍্যালেগোকে দেখার সম্ভাবনা প্রবল।হুগো বুমোসের চোট থাকায় এই ম‍্যাচের শুরু থেকেই গ‍্যালেগোকে খেলতে দেখার সম্ভাবনা প্রবল।পরে মাঠে নামতে পারেন হুগো,অথবা প্রথমে হুগো কে কিছু সময় খেলিয়ে তারপর গ‍্যালেগোকে নামাতে পারেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো।এবং আক্রমণ ভাগে অবশ্যই থাকবেন দিমিত্রি পেত্রাতোস।