চেক প্রজাতন্ত্রের জাতীয় দলের তারকা স্ট্রাইকার আসছেন বাগানে? সত্যিটা জেনে নিন

এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) বিদেশি স্ট্রাইকার কে হবেন এই নিয়ে ময়দানে আলোচনা চলছে। ভেসে বেড়াচ্ছে চেক প্রজাতন্ত্রের জাতীয় দলে খেলা এক তারকা স্ট্রাইকারের…

Tomas pekhart

এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) বিদেশি স্ট্রাইকার কে হবেন এই নিয়ে ময়দানে আলোচনা চলছে। ভেসে বেড়াচ্ছে চেক প্রজাতন্ত্রের জাতীয় দলে খেলা এক তারকা স্ট্রাইকারের নাম।

বুধবার দুই ফুটবলারকে নিয়ে জল্পনা চলেছে। একজন ব্রাজিয়ান ফরোয়ার্ড, অপরজন চেক প্রজাতন্ত্রের তারকা। ব্রাজিলিয়ানের তুলনায় চেক খেলোয়াড়টি প্রোফাইল আরও চোখে পড়ার মতো। সে দেশের জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন, গোল করেছেন। বুন্দেশলিগায় স্পেন, ইরাক, ইংল্যান্ডের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে প্রজাতন্ত্রের টমাস পেখার্তের।

এমন একজন ফুটবলার ভারতের এলে সাড়া পড়ে যাওয়া স্বাভাবিক। ইন্ডিয়ান সুপার লিগের শুরুর দিকে বিশ্ববরেণ্য বহু ফুটবলার খেলে গিয়েছেন। দেল পিয়েরো, নিকোলাস আনেলকা, দিয়েগো ফোরলানরা ভারতে খেলেছেন। কিন্তু এনারা সবাই নিজের সেরা ফর্ম অনেক আগে ফেলে এসেছিলেন। টমাসের ক্ষেত্রে তেমনটা নয়। বয়স ৩৩।

এখন প্রশ্ন হল উনি সত্যিই এটিকে মোহন বাগানে আসছেন কি না? জল্পনা যাই হোক না কেন, এই জল্পনার ভিত দুর্বল বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর। তাতে লুভানো হয়তো এটিকে মোহন বাগান ক্লাবে আসছেন না। দলে স্পেনের কোনো খেলোয়াড় যোগ দিলেও দিতে পারে। নতুন মরসুমে এটিকে মোহন বাগানের নতুন গোলমেশিন কে হবেন, সেটা হয়তো চলতি মাসেই জানা যাবে।