ATK Mohun Bagan : প্রীতমের কাছে মোটা টাকার অফার, শেষের পথে বাগানের চুক্তির মেয়াদ

ATK Mohun Bagan
অধিনায়কের গুরু দায়িত্ব সামলে প্রীতম কোটাল।

শেষের পথে এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) অফার। প্রীতম কোটালের (Pritam Kotal) দিকে তাকিয়ে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) অন্যান্য দল। যার মধ্যে অন্যতম কেরলা ব্লাস্টার্স (Kerala Blasters)।

জানা গিয়েছে, আর কয়েক দিন পরেই বাগানের সঙ্গে প্রীতম কোটালের চুক্তির মেয়াদ শেষ হবে। ভারতের অভিজ্ঞ এই ফুটবলারের সঙ্গে ক্লাবের চুক্তি রয়েছে ২০২২ এর মে মাস পর্যন্ত।

   

প্রীতমকে নেওয়ার জন্য চেষ্টা চালানো শুরু করেছে লিগের অন্যান্য দল। কেরালার ফ্র্যাঞ্চাইজি দলের প্রস্তাব রয়েছে আলোচনায়। সবুজ মেরুনের পক্ষ থেকেও নতুন প্রস্তাব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কেরালার অফারে আর্থিক দিকটি উল্লেখযোগ্য। এখনও পর্যন্ত যা খবর তাতে দীর্ঘমেয়াদি চুক্তি চাইছেন উত্তরপাড়ার প্রীতম। সেই সঙ্গে রয়েছে সবুজ মেরুন জার্সির প্রতি আবেগ।

এটিকে মোহন বাগানের পক্ষ থেকে নতুন চুক্তি সংশোধন না করা হলে প্রীতম যে বিকল্প কিছু ভাববেন না এমন নিশ্চয়তা নেই। দুই দলের দড়ি টানাটানি খেলায় রয়ে যাচ্ছে দল বদলে বড় সম্ভাবনা। প্রীতম ছাড়াও প্রবীর দাস, আশুতোষ মেহেতারা রয়েছেন ডিফেন্সে জায়গা নেওয়ার জন্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন