ফ্লোরেন্টিন পোগবাকে ছেড়ে দিচ্ছে বাগান? জানুন সত্যিটা

Florentine Pogba

ডুরান্ড কাপের পর এএফসি কাপেও দল ব্যর্থ। এই এএফসি কাপের কথা মাথায় রেখেই করা হয়েছিল দল গঠন। আগামী ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে প্রায় এক মাস বাকি। তার আগে ফর্ম হাতড়ে বেড়াচ্ছে এটিকে মোহন বাগান (atk mohun bagan)। প্রশ্ন উঠছে ফ্লোরেন্টিন পোগবাকে।

মুদানে জল্পনা, তারকা ডিফেন্ডার ফ্লোরেন্টিন পোগবাকে রিলিজ করে দিতে পারে এটিকে মোহন বাগান। ফ্লোরেন্টিন ফরাসি তারকা পল পোগবার দাদা। প্রোফাইলও বেশ ভালো। এই প্রথম ভারতের মাটিতে খেলতে এসেছেন। বেশ কিছু দিন হল স্কোয়াডের সঙ্গে অনুশীলন করেছেন। ডুরান্ড কাপে এবং এএফসি কাপের একটি ম্যাচে তাঁর ওপর আস্থা রেখেছিলেন বাগান কোচ হুয়ান ফেরান্দো। কিন্তু পোগবা প্রত্যাশা পূরণ করতে পারেননি। যদিও কোচ তাঁর ছাত্রের পাশেই রয়েছেন।

   

ময়দানে গুঞ্জন, ফ্লোরেন্টিন পোগবাকে হয়তো রিলিজ করে দেবে এটিকে মোহন বাগান। এই জল্পনা আদৌ সত্যি কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে পোগবাকে আপাতত হয়তো রিলিজ করবে না বাগান। কারণ তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি রয়েছে। এখন রিলিজ করতে হলে দিতে হবে পুরো বেতন। সই করাতে নতুন একজন ফুটবলারকে।

ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে বাকি আর প্রায় এক মাস। এই পরিস্থিতিতে ক্লাব একজন বিদেশি ফুটবলারকে রিলিজ করবে বলে ফুটবল মহলের অনেকেই মনে করছেন না। এই একই গুঞ্জন চলছে স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দোকে নিয়ে । তাঁকেও ক্লাব রিলিজ করতে পারে বলে ময়দানের একাংশ মনে করছে। এই জল্পনার ভিতও খুব একটা মজবুত বলে মনে করা হচ্ছে কি না ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন