এই ফুটবলারকে দলে নিতে রেকর্ড পরিমাণ খরচ করতে রাজি ATK Mohun Bagan

vp suhair

ঝড়ের গতিতে দল গঠনের কাজ চালাচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। দলের প্রতিটা বিভাগ যাতে পোক্ত থাকে সেই দিকে সতর্ক নজর সবুজ-মেরুন শিবিরের।

সূত্রের খবর অনুযায়ী নর্থ ইস্ট ইউনাইটেডের তারকা আক্রমণ ভাগের ফুটবলার ভি পি সুহের’কে দলে নিতে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করতে রাজি ফেরান্দোর দল। অবশ্য ভারতের জাতীয় দলের আক্রমণ ভাগের এই ফুটবলার এর আগেও খেলে গেছেন এটিকে মোহনবাগানে ২০১৯-২০২০ মরশুমে। স্বল্প সময়ের জন্য ইস্টবেঙ্গলেও খেলেছেন তিনি।

   

কিন্তু বাস্তবে এই খবর দেখে নেহাত জল্পনা ছাড়া আর কিছু মনে হচ্ছে না, কারণ আক্রমণ বিভাগে সবুজ মেরুন শিবিরের আর ফুটবলার প্রয়োজন আছে বলে মনে হয়না। কিন্তু দেখা যাক বিষয়টি শেষ অবধি কোথায় গিয়ে দাড়ায়।

এদিকে সবুজ মেরুন শিবির র‍্যাডারে থাকা ন‍র্থ ইস্টের আরেক ফুটবলার ইমরান খান’কে দলে পেতে আগ্রহী ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে ইমরান’কে দলে পেতে তার বর্তমান ক্লাবের সাথে যোগাযোগ করেছে ইস্টবেঙ্গল। ইমরানের সাথে একবছরের চুক্তি বাকী নর্থ ইস্টের, তবে ভালো ট্রান্সফার ফি পেলে তাকে ছেড়েও দিতে পারে তার বর্তমান ক্লাব।

ইমরানের কেরিয়ারের শুরু’টা কলকাতার মহামেডানের হয়ে।এরপর গোয়া , তারপর লোনে গোকুলাম কেরালা এবং মোহনবাগানে এসেছিলেন।কিন্তু ২০১৯ সালে সবুজ মেরুনের হয়ে খুব বিশেষ খেলার সুযোগ পাননি তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন