ATK Mohun Bagan : ঢাকা আবাহনীর এই পরিকল্পনায় বেগ পেতে পারে বাগান

এএফসি কাপ অভিযানে নামার আগে প্রতিপক্ষ নিয়ে চলে বিশ্লেষণ। বাংলাদেশের অন্যতম হেভিওয়েট দল ঢাকা আবাহনীর বিরুদ্ধে নামার আগেও বিভিন্ন অংক কষবেন এটিকে মোহন বাগান (ATK…

ATK Mohun Bagan : ঢাকা আবাহনীর এই পরিকল্পনায় বেগ পেতে পারে বাগান

এএফসি কাপ অভিযানে নামার আগে প্রতিপক্ষ নিয়ে চলে বিশ্লেষণ। বাংলাদেশের অন্যতম হেভিওয়েট দল ঢাকা আবাহনীর বিরুদ্ধে নামার আগেও বিভিন্ন অংক কষবেন এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্ডো। ১৯ এপ্রিল ম্যাচ (AFC Cup)।

ঢাকা আবাহনীর (Dhaka Abahani) ডিফেন্সে কিছু ত্রুটির কথা আগে তুলে ধরা হয়েছিল। তবে বড় দলে ইতিবাচক কিছু দিক রয়েছে। যা ঘুম ওড়াতে পারে এটিকে মোহন বাগানের।

আবাহনী দলে রয়েছেন একাধিক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলার। রয়েছেন ভারতে খেলে যাওয়া রাফায়েল অগুস্ত। ব্রাজিলের মিডফিল্ডার রাফায়েল সুনামের সঙ্গে খেলেছিলেন ভারতে। ২০১৫ থেকে ২০১৬-১৯ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি দলে মাঠে নেমেছিলেন ধারাবাহিকভাবে। সত্তরের বেশি ম্যাচ খেলেছিলেন। করেছিলেন একাধিক গোল। বেঙ্গালুরুর হয়ে দশটি ম্যাচে অংশ নিয়েছিলেন।

রাফায়েলের ফিটনেস নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। তবে শিল্পী ফুটবলার যে কোনো দিনে নিজের জাত চেনাতে পারেন। আক্রমণে বল বাড়ানো বা নিজের অর্ধে নেমে মাঝমাঠের ফুটবলারদের সাহায্য করা, রাফায়েল জানেন কীভাবে মাঝমাঠে বলের দখল নিতে হয়।

আরও পড়ুন: ঢাকা আবাহনীর এই ভুলের সুযোগ নিতে পারে এটিকে মোহন বাগান

Advertisements

আবাহনীর আরও এক বিদেশি ড্যানিয়েল কলিন্দ্রেস রয়েছেন গোলের মধ্যে। কোস্টারিকার জাতীয় দলে খেলা এই ফুটবলার গোলটা ভালই চেনেন।

একাধিক ক্ষেত্রে রক্ষণের ফাঁকফোকর আক্রমণের মধ্য দিয়ে ভরাট করতে চেয়েছে আবাহনী। মাঝমাঠ থেকে প্রতি আক্রমণে উঠে লং বল থিওরিতে আক্রমণ চলে যান ফুটবলাররা। দুই বিদেশীর সঙ্গে বাংলাদেশের ফুটবলারদের দৌড় বাড়তি রসদ।

ATK Mohun Bagan
অনুশীলনে ব্যস্ত ঢাকা আবাহনী।

এটিকে মোহন বাগানের মতো দলের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকের কথা ভাবতে পারেন ঢাকা আবাহনীর কোচ। সেক্ষেত্রে দুই প্রান্ত বরাবর দৌড়, মাঝ মাঠ থেকে কিছু লম্বা বল, ক্রস ইত্যাদি নাজেহাল করতে পারে সবুজ মেরুন ডিফেন্সকে।