AFC Cup : আবাহনী বধের পর বাগানের সামনে এবার কোন দল, দেখে নিন

এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্বে প্রবেশ করেছে এটিকে মোহন বাগান। বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনীকে তারা বিদ্ধ করেছে তিন গোলে। ডেভিড উইলিয়ামসের হ্যাটট্রিক। এবার কলকাতার ক্লাবের সামনে গ্রুপ পর্বের লড়াই। রয়েছে মোট চারটি দল।

Advertisements

এটিকে মোহন বাগানের পরের ম্যাচ ভারতের গোকুলাম কেরল এফসির বিরুদ্ধে। ১৮ মে ম্যাচ।

   

 

এএফসি কাপের (AFC Cup) গ্রুপ ডি-তে রয়েছে এটিকে মোহন বাগান। বিভাগে রয়েছে মোট চারটি দল। বাগান ছাড়াও রয়েছে – গোকুলাম কেরল এফসি (ভারত), বসুন্ধরা কিংস (বাংলাদেশ), মেজিয়া (মালদ্বীপ)।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements