Mohun Bagan নামের আগের থেকে মুছতে চলেছে ATK

Remove ATK

খুব শীঘ্রই মোহনবাগানের (Mohun Bagan) নামের আগের থেকে মুছতে চলেছে এটিকে। সমর্থক’দের দীর্ঘদিনের প্রত‍্যাশা এবছর পুজোর আগেই পূরণ করবেন সঞ্জীব গোয়েঙ্কা । আসলে তিনি নিজেও একজন আদান্ত‍্য মোহনবাগানী,তাই সমর্থক’দের ক্লাবের কোনও বিষয় কষ্ট দিক,তা কখনোই চান না তিনি, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisements

তবে এটিকে সরলেও বদলে যাচ্ছে ক্লাবের নাম । সূত্রের খবর অনুযায়ী মোহনবাগান সুপার জায়ান্টস । এছাড়া বিকল্প হিসেবে ভাবা হয়েছে ‘এস জি মোহনবাগান’ এবং ‘ মোহনবাগান এসজি ‘ নাম গুলো’কে । তবে সূত্রের খবর অনুযায়ী ঘনিষ্ঠ মহলে গোয়েঙ্কা জানিয়েছেন ক্লাবের নতুন নাম হবে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’ ।

ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকে পুরো মোহনবাগানের পরিকাঠামো বদলে দিয়েছেন সঞ্জীব গোয়ঙ্কা । এরপর থেকে এশিয়ার অন‍্যতম সেরা দল হওয়ার স্বপ্ন দেখা শুরু করে মোহনবাগানের সমর্থক’রা । তাদের সঞ্জীবের কাছে একটাই অনুরোধ ছিলো যে আর যাই ব‍্যবহার করুক, ক্লাবের নামের আগের থেকে যেনো ‘এটিকে’ শব্দটি সরিয়ে দেওয়া হয় ।

Advertisements

মোহনবাগানের নতুন কার্যকরী কমিটি গঠন করার পর এই বিষয়টি আলোচনায় উঠে এসেছিল । সঞ্জীব গোয়েঙ্কা’কে জানালে তিনি নিজেও বুঝতে পারেন সমর্থক’দের দুঃখ পাওয়ার জায়গাটা । কিন্তু এতো দ্রুত এই কাজ সম্পন্ন করা সম্ভব নয় । কারণ এক্ষেত্রে কিছু আইনি জটিলতা আছে যে । তবে পুজোর আগে এই এটিকে চিরতরে মুছে যাওয়ার খবর নিঃসন্দেহে আনন্দ দেবে সবুজ-মেরুন সমর্থক’দের ।