East Bengal: ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়ে অন্য ক্লাবে বিনোর ছাত্র

দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। গতবারের থেকেও আসন্ন মরসুমে ইস্টবেঙ্গলের দল অনেকটা শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। চলতি দল বদলের বাজারে ইতিমধ্যে একাধিকবার…

Athul Unnikrishnan left east bengal to join gokulam kerala fc

দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। গতবারের থেকেও আসন্ন মরসুমে ইস্টবেঙ্গলের দল অনেকটা শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। চলতি দল বদলের বাজারে ইতিমধ্যে একাধিকবার চমক দিয়েছে লাল হলুদ ব্রিগেড। নতুন ফুটবলার সই করানোর পাশাপাশি ক্লাবকে বিদায় জানানোর পালাও কিন্তু চলছে। ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়ে গোকুলাম কেরালা এফসিতে যোগ দিলেন বিনো জর্জের এক ছাত্র (Athul Unnikrishnan)।

Transfer News: ক্লেইটন-দিমিদের বিরুদ্ধে খেলবেন মেসি-নেইমারকে মাটি ধরানো ফুটবলার!

   

সন্তোষ ট্রফি জয় করার পর কেরালা থেকে উঠে এসেছিলেন একের পর এক ফুটবলার। তাদের মধ্যে অন্যতম অতুল উন্নিকৃষ্ণাণ। অনেক প্রত্যাশা নিয়ে তাঁকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগেও তাঁকে দেওয়া হয়েছিল ম্যাচ টাইম। লাল হলুদের রিজার্ভ দলের হয়ে খেলেছিলেন বেশ কিছু ম্যাচ। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি। পিভি বিষ্ণু, অমন সিকেদের তুলনায় পারফরম্যান্সের বিচারে অতুল অনেকটাই পিছিয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত বিদায়। মশাল বাহিনীর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে নিয়েছেন কেরালার অন্যতম আলোচিত ফুটবলার।

২০২৩ সালের ২৬ জানুয়ারি এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসির হয়ে প্রথমবার লিগে অংশ নিয়েছিলেন উন্নিকৃষ্ণাণ। এই ম্যাচে ৪-২ গোলে হেরেছিল ইস্টবেঙ্গল। মাত্র আট মিনিট খেলার সময় পেয়েছিলেন অতুল। তার আগের মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসির হয়ে একটি ম্যাচ খেলেছিলেন উন্নিকৃষ্ণাণ।

Mohun Bagan: ডাফি পারেননি, সবুজ-মেরুনে ট্রফি আনতে পারবেন গ্রেগ?

ইস্টবেঙ্গল ছেড়ে গোকুলার কেরালা এফসিতে যোগ দিয়েছেন অতুল উন্নিকৃষ্ণাণ। গোকুলামের পক্ষ থেকে ইতিমধ্যে তাঁকে সই করানোর কথা জানানো হয়েছে।