কলকাতা: আলটিন আসিয়ারের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। প্রায় ৯ বছর পর এশিয়ান টুর্নামেন্টে ফিরল লাল হলুদ ব্রিগেড। প্রিয় দলের প্রথম একাদশ দেখার জন্য মুখিয়ে ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। প্রকাশ্যে আলটিন আসিয়ারের (Altyn Asyr) স্টার্টিং ইলেভেন।
ফ্রি’তে মিলছে কলকাতা ডার্বির টিকিট, কোথায়-কীভাবে পাবেন?
এএফসি ম্যাচের আগে ইস্টবেঙ্গল সমর্থকদের উত্তেজনা বৃদ্ধি করেছিল আনোয়ার আলি (Anwar Ali) ইস্যু। আনোয়ার আলটিন আসিয়ারের বিরুদ্ধে খেলবেন কি না সে ব্যাপারে প্রশ্ন ছিল লাল হলুদ সমর্থকদের মধ্যে। ভারতের অন্যতম সেরা উঠতি ডিফেন্ডারকে বাদ রেখেই অবশ্য এদিনের প্রথম একাদশ সাজিয়েছেন ইস্টবেঙ্গল এফসির হেড কোচ কার্লেস কুয়াদ্রত।
আলটিন আসিয়ারের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ:
লালছুংনুঙ্গা, মাদিহ তালাল, নন্দকুমার শেখর, মহম্মদ রকিপ, প্রভুসুখন সিং গিল, ডেভিড লালাংসাঙ্গা, হিজাজি মাহের, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, মহেশ সিং নাওরেম, জনাথনপুইয়া মার্ক।
মশাল জ্বললেও বাড়ল চিন্তা, ডার্বির আগে ‘অক্সিজেন’ ইস্টবেঙ্গলে
For the badge!
For the nation!#JoyEastBengal #ACLTwo #EBFCInAsia pic.twitter.com/cFRJTUZU7K
— East Bengal FC (@eastbengal_fc) August 14, 2024
রিজার্ভ বেঞ্চ:
প্রভাত লাকরা, জিকসন সিং, দিমিত্রিয়স পেত্রাতস, ক্লেইটন সিলভা, দেবজিৎ ঘোষ, আদিত্য পাত্র, গুরসিমরত সিং গিল, তন্ময় দাস, আমন সিকে, মনতোষ চাকলাদার, আজাদ সাহীম, বিষ্ণু পিভি।