নতুন বিদেশি ফুটবলার নিশ্চিত করেছে পঞ্জাব এফসি। আসমির সুলজিক (Asmir Suljić ) তাঁর কেরিয়ারে একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। মূলত আক্রমণভাগের ফুটবলার। খেলতে পারেন একাধিক পজিশনে। মূলত খেলেন উইঙ্গার হিসেবে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। হাঙ্গেরিতে একাধিক পুরস্কার অর্জন করেছেন।
বিস্তারিত পড়তে ক্লিক করুন: গতির সঙ্গে গোল করার দক্ষতা, ভারতে আসছেন আরও এক তুখোড় বিদেশি
Advertisements