নতুন বিদেশি ফুটবলার নিশ্চিত করেছে পঞ্জাব এফসি। আসমির সুলজিক (Asmir Suljić ) তাঁর কেরিয়ারে একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। মূলত আক্রমণভাগের ফুটবলার। খেলতে পারেন একাধিক পজিশনে। মূলত খেলেন উইঙ্গার হিসেবে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। হাঙ্গেরিতে একাধিক পুরস্কার অর্জন করেছেন।
Advertisements