KL Rahul: এশিয়া কাপে ধন্দে রাহুল, বিশ্বকাপ অনিশ্চিত আরও এক ক্রিকেটারের

আসন্ন এশিয়া কাপে নাও থাকতে পারেন কে এল রাহুল (KL Rahul) এবং শ্রেয়শ আইয়ার, এমন জানা যাচ্ছে বিসিসিআইয়ের তরফ থেকে। কে এল রাহুল সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন।

KL Rahul

আসন্ন এশিয়া কাপে নাও থাকতে পারেন কে এল রাহুল (KL Rahul) এবং শ্রেয়শ আইয়ার, এমন জানা যাচ্ছে বিসিসিআইয়ের তরফ থেকে। কে এল রাহুল সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন। সেই জন্য অস্ত্রপচারও হয় তাঁর। নেটে ফিরে এলেও এশিয়া কাপে আদৌ খেলতে পারবেন কি, সেই নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।

একই অবস্থা শ্রেয়শ আইয়ারেরও। লোয়ার ব্যাক ইনজুরির জন্য মাঠের বাইরে তিনি। অস্ত্রপচারও হয়েছে। ফিরে আসার প্রস্তুতি শুরু হলেও এই গরমে শ্রীলঙ্কার মতো দেশে ৫০ ওভার টানতে পারবেন কিনা, সেই নিয়ে চিন্তায় দল। তবে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজে দুজনেই ফিদে আসতে পারেন বলে ভাবা হচ্ছে।

“এটা সম্ভব নয় যে রাহুল এবং শ্রেয়াস উভয়ই ৫০-ওভারের ক্রিকেটের জন্য উপযুক্ত হবেন। এবং তাও শ্রীলঙ্কায় আর্দ্র অবস্থায়। তবে বিসিসিআই মেডিকেল দল মনে করে যে রাহুল অন্তত বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের আগে ফিট হয়ে উঠতে পারে,” বিসিসিআইয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে জানিয়েছে।

“আইয়ারের ক্ষেত্রে, তিনি দক্ষতার প্রশিক্ষণও শুরু করেছেন ঠিকই। তবে ভারতীয় ম্যানেজমেন্ট যদি ১০০ শতাংশ ফিট আইয়ারকে মাঠে ফিরিয়ে আনার কথা ভাবেন, তবে তাঁর সুস্থ হতে না হতেই ফিরতে হবে তাঁকে । ৫০-ওভারের ক্রিকেটের চাইতে টি-টোয়েন্টি হল প্রত্যাবর্তনের একটি সহজ উপায়। তবে আমরা ভ্লো জিনিসই আশা করছি,” সূত্র যোগ করেছেন।

রাহুলের সুস্থ হয়ে ওঠা বৃহত্তর প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাধারমত এই ফর্ম্যাটে পাঁচ নম্বরে ব্যাট করেন, এবং মধ্য ওভারগুলিতে একটি বড় ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।