এশিয়া কাপ ২০২৩-এর (Asia Cup) গ্রুপ ‘এ’র ম্যাচে নেপালের বিপক্ষে দশ উইকেটে জিতেছে ভারত। DLS মেথডে হয়েছে ম্যাচের ফয়সালা। রোহিত শর্মা ব্যাট হাতে ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা মেরে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে বড় রান না পেয়ে সমালোচিত হয়েছিলেন ভারত অধিনায়ক।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শাহিন আফ্রিদির বলে আউট হওয়ার পর ভারতীয় অধিনায়কের এদিনের এই ইনিংস ছিল অত্যন্ত প্রয়োজনীয়। চলতি বছরের ২৪ জানুয়ারি ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার পর এটি রোহিত শর্মার ৪৯ তম ওয়ানডে হাফ সেঞ্চুরি।
রোহিত শর্মা ও শুভমান গিলের ১০০-র বেশি রানের রানের পার্টনারশিপে ভর করে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ছুটে চলছিল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতকে সহজ চালকের আসনে রাখতে পেরেছিলেন দুই ওপেনার। ইনিংস চলাকালীন রোহিত শর্মা এশিয়া কাপে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে বিরাট কোহলিকেও ছাপিয়ে যান। কোহলির ১০৪৬ রানের রেকর্ডকে ভেঙে দিয়েছেন রোহিত। শুধু তাই নয়, শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারার
১০৭৫ রানকে টপকে মহাদেশীয় টুর্নামেন্টে সর্বকালের ব্যাটিং তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের জাতীয় দলের বর্তমান অধিনায়ক। এশিয়া কাপে রোহিত শর্মা একটি শতরান ও ৯টি হাফসেঞ্চুরি করেছেন। বিরাট কোহলির নামের পাশে ৪টি সেঞ্চুরি ও ৪টি অর্ধশতরান রয়েছে।
এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রাহক ক্রিকেটারের তালিকা:
১. সনৎ জয়সূর্য- ২৫ ম্যাচে ১২২০ রান
২. রোহিত শর্মা – ৩৩ ম্যাচে ১০৮০ রান
৩. কুমারা সাঙ্গাকারা – ২৪ ম্যাচে ১০৭৫ রান
৪. বিরাট কোহলি – ২৩ ম্যাচে ১০৪৬ রান
৫. শচীন তেন্ডুলকার – ২৩ ম্যাচে ৯৭১ রান।