ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan), ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথের মঞ্চে আবার মুখোমুখি দুই দল। এবার এশিয়া কাপ ২০২৫ ফাইনাল (Asia Cup Final)। আগের দুই ম্যাচে পাকিস্তানকে হারালেও, ফাইনালে তাদের হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই (Indian Cricket Team)। বিশেষ করে ভারতের (India Cricket News)ভেতরের কিছু দুর্বলতা এই গুরুত্বপূর্ণ ম্যাচে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। পাকিস্তানের বিপক্ষে চূড়ান্ত লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক গম্ভীর-সূর্যের (Suryakumar Yadav) পাঁচ বড় চিন্তার জায়গা (Bengali Sports News)।
ব্যর্থ ফিল্ডিং দলের গলার কাঁটা
ফিল্ডিংয়ের ক্ষেত্রে ভারতের দুর্বলতা দিনে দিনে বেড়েই চলেছে। সুপার ফোরের ম্যাচে একাধিক সহজ ক্যাচ ফেলে দেয় ভারতীয় ফিল্ডাররা। অভিষেক শর্মা, কুলদীপ যাদবদের মতো তরুণ খেলোয়াড়দের ফিল্ডিংয়ে গাফিলতি পাকিস্তানের জন্য কার্যত হয়ে উঠতে পারে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের আলো ব্যবস্থা ‘রিং অফ ফায়ার’কে দোষ দিলেও, বাস্তব হল ভালো ফিল্ডিংই ম্যাচ জেতায়। যেখানে শ্রীলঙ্কার মতো দল ভারতকে এই দিক থেকে শিক্ষা দিয়ে দিয়েছে।
বোলিংয়ে পরীক্ষা
শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্রামে ছিলেন জসপ্রীত বুমরাহ, শিবম দুবে। সেই সুযোগে জায়গা পান হর্ষিত রানা ও অর্শদীপ সিং। কিন্তু হর্ষিত রানার পারফরম্যান্স আশানুরূপ হয়নি। তাঁর অনিয়ন্ত্রিত লাইন-লেংথ এবং পূর্বানুমেয় শর্ট বল পাকিস্তানের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে বিপজ্জনক হয়ে উঠতে পারে। ফাইনালের আগে পেস বোলিং আক্রমণে ভারসাম্য ফেরানো জরুরি।
অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্মে ধস
বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে পরিচিত সূর্যকুমার যাদব, এশিয়া কাপে নিজেকে মেলে ধরতে ব্যর্থ। অধিনায়কত্বের ভার হয়তো তাঁর ব্যাটে প্রভাব ফেলেছে। শেষ তিন ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১৭ রান। বিশেষ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর নিষ্প্রভ ব্যাটিং দলের আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছে। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও সুর্যকে ফিরতে হবে চেনা মেজাজে।
অতি পরীক্ষানিরীক্ষা কি বুমেরাং হবে?
এই এশিয়া কাপে ভারতের ব্যাটিং অর্ডারে একাধিক পরিবর্তন প্রশ্ন তুলেছে। সঞ্জু স্যামসন ও তিলক বর্মার মতো ইন-ফর্ম ব্যাটারদের কখনও নিচে নামানো, কখনও না খেলানো, আবার কখনও ব্যাট করার সুযোগই না দেওয়া দলের কৌশলগত পরিকল্পনায় যেন ধোঁয়াশা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিলক অপরাজিত ৪৯ রান ও সঞ্জুর ৩৯ রানই প্রমাণ করে, সঠিক জায়গায় খেললে তাঁদের মূল্য কতটা। এমন এলোমেলো পরিকল্পনা ফাইনালের মতো ম্যাচে ব্যাকফায়ার করতেই পারে।
আত্মতুষ্টির ছাপ
গ্রুপ ও সুপার ফোর মিলিয়ে সব ম্যাচে জয় পেয়েছে ভারত। পাকিস্তানকে দু’বার হারানোর পর দলের মধ্যে যেন অতিরিক্ত আত্মবিশ্বাস, এমনকি আত্মতুষ্টির ছাপ স্পষ্ট। সূর্যকুমারদের চোখে পাকিস্তান যেন আর ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ নয়। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত যেভাবে ব্যাকফুটে চলে গিয়েছিল। তাতে বোঝা যাচ্ছে, আত্মতুষ্টি বড় শত্রু। ফাইনালের মঞ্চে ভুলের কোনও জায়গা নেই।
40+ years. Countless battles. But never this. !
For the first time ever — India vs Pakistan in an
Asia Cup FINAL. The wait is over.! ✨#INDvPAK #Cricket @BCCI pic.twitter.com/EIr6MVejCX— Doordarshan Sports (@ddsportschannel) September 27, 2025
Asia Cup Final India vs Pakistan five Weaknesses of Team Suryakumar Yadav form to Fileding strategy