এশিয়া কাপের (Asia Cup) দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৬৪ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ ( Bangladesh)। ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় একটি মজার দৃশ্যও দেখা গিয়েছে। রান তোলার লক্ষ্যে দুই ব্যাটসম্যানই পৌঁছে গিয়েছিলেন ক্রিজের একই প্রান্তে। যার পর একজন ব্যাটসম্যানকে নিজের উইকেট কার্যত দান করে আসতে হয়েছিল মাঠে।
বাংলাদেশের হয়ে ৩৭তম ওভারে ব্যাট করছিলেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল শান্ত। এরপর রান তোলার প্রক্রিয়ায় দুজনের মধ্যে ভুল বোঝবুঝি তৈরি হয়। রান তোলার চেষ্টায় দুজনেই উইকেটের একই দিকে ছুটে যান। মেহেদী হাসান মিরাজ আগেই চলে গিয়েছিলেন, তাই উইকেট হারাতে হয়েছে তাকে। ১১ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন মেহেন্দি। কিন্তু দুজনের এই ভুলের কারণে বাংলাদেশকে অবশ্যই সমস্যার সম্মুখীন হয়। ধারাবাহিক ভাবে পড়তে থাকে উইকেট, তৈরি হয়নি বড় পার্টনারশিপ। ফলে ৫০ ওভারে স্কোরবোর্ডে মাত্র ১৬৪ রান।
বিশেষ বিষয় হলো, এভাবে রান তোলার চেষ্টায় দুই ব্যাটসম্যানই ক্রিজের একই প্রান্তে পৌঁছানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ক্রিকেটে এমন দৃশ্য বহুবার দেখা গেছে। যার কারণে উইকেট হারিয়েছেন ব্যাটসম্যানরা। একই সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে খুব বেশি কিছু করতে পারেনি বাংলাদেশ। এমনকি পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ৪২.৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয় পদ্মা পাড়ের দল। শান্ত সর্বোচ্চ ৮৯ রান করেন, এ ছাড়া আর কোনো ব্যাটসম্যান শ্রীলঙ্কার বোলারদের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি।
Asia Cup 2023: Bangladesh Vs Sri Lanka 🏏
Sri Lanka won by 5 Wickets#BCB | #AsiaCup | #BANvSL pic.twitter.com/sXuBvXL345
— Bangladesh Cricket (@BCBtigers) August 31, 2023