প্রথম ম্যাচের আগেই বিতর্কে সূর্যকুমার! কড়া ভাষায় উত্তর ভারত অধিনায়কের

দুবাইয়ে এশিয়া কাপ (Asia Cup 2025) শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের চোখ আটকে গেল এক জায়গায়, ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। যদিও সেই হাইভোল্টেজ ম্যাচ এখনও কয়েক…

Asia Cup 2025 Suryakumar Yadav leads India Cricket Team amid Pakistan Tension and Controversy

দুবাইয়ে এশিয়া কাপ (Asia Cup 2025) শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের চোখ আটকে গেল এক জায়গায়, ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। যদিও সেই হাইভোল্টেজ ম্যাচ এখনও কয়েক দিন বাকি, তবু উত্তাপ যেন এখনই ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বে। আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক (India Cricket Team) সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

এশিয়া কাপ শুরুর আগে আট দলের অধিনায়কদের নিয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে, সূর্যকে ঘিরেই সবথেকে বেশি আলোচনার ঝড়। একদিকে যেমন তিনি আক্রমণাত্মক মনোভাবের কথা স্পষ্ট করে দিয়েছেন, অন্যদিকে পাক মন্ত্রী ও এসিসি চেয়ারম্যান মোহসিন নকভির সঙ্গে সৌজন্য বিনিময় করে বিতর্কে জড়িয়েছেন তিনি।

   

‘ফেভারিটের তকমা’ উড়িয়ে কড়া বার্তা সূর্যের, পাল্টা জবাব পাক অধিনায়কের

সাংবাদিক বৈঠকে সূর্য এবং পাক অধিনায়ক সলমন আঘা দুজনকে পাশাপাশি না বসিয়ে, মাঝখানে আফগানিস্তানের রশিদ খানকে রাখা হয়। সৌজন্যতা হিসেবে কোনও করমর্দন বা কোলাকুলিও হয়নি সূর্য এবং সলমনের মধ্যে। অথচ, পাক মন্ত্রী নকভির সঙ্গে করমর্দনে দেখা যায় সূর্যকে। আর সেখানেই প্রশ্ন উঠেছে যেখানে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরমে, সেখানে একমাত্র পাক মন্ত্রীর সঙ্গে হাত মেলানো কি ঠিক কাজ?

সূর্যকুমার অবশ্য বিতর্কে না গিয়ে খেলার আগ্রাসনের দিকেই মনোযোগ রাখতে চাইছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “মাঠে নামলে আগ্রাসন তো থাকবেই। আগ্রাসন ছাড়া খেলাধুলো হয় না। প্রত্যেকে জানে কীভাবে নিজের সেরাটা দিতে হয়।”

চার বছরের চুক্তিতে লাল-হলুদ শিবিরে নাম লেখালেন গোয়ার ফুটবলার জয়

Advertisements

সাংবাদিকদের প্রশ্নে, ভারতকে কি এশিয়া কাপে ফেভারিট মনে করছেন তিনি? সূর্য বলেন, “কে বলল? আমি তো শুনিনি!” এই উত্তরে চমকে গিয়েছেন অনেকেই। হয়তো এটাই সূর্যের কৌশল, ফেভারিটের চাপ এড়াতে নির্লিপ্ত থাকার বার্তা।

ভারত তাদের অভিযান শুরু করছে আমিরশাহির বিরুদ্ধে। সূর্য জানিয়েছেন, “৩-৪ দিন প্র্যাক্টিস হয়েছে। একসঙ্গে ভালো সময়ও কাটিয়েছি আমরা। এশিয়া কাপে নামার জন্য মুখিয়ে রয়েছি।” দলের কোচ গৌতম গম্ভীর স্ট্র্যাটেজি তৈরি করছেন বিশ্বকাপ লক্ষ্য করে, আর সূর্য নেতৃত্ব দিচ্ছেন ঠান্ডা মাথায়।

বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত বনাম UAE ম্যাচ! রইল আবহাওয়া আপডেট

Asia Cup 2025 Suryakumar Yadav leads India Cricket Team amid Pakistan Tension and Controversy