মরু শহরে আজ থেকে শুরু এশিয়া কাপ, বুধবার নামছে ভারত; রইল বিস্তারিত সূচি

৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)। সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে প্রথম দিনের…

Asia Cup 2025 India full schedule match dates timings where India vs Pakistan on 14 September

৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)। সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে প্রথম দিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও হংকং। এরই মধ্যে টুর্নামেন্ট ঘিরে উত্তেজনার পারদ চড়েছে চূড়ায়, বিশেষ করে ভারতের (India) প্রথম ম্যাচকে ঘিরে।

কবে থেকে সুপার সিক্সের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল?

   

ভারতীয় দলের এ বারের নেতৃত্বে রয়েছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতির দিক থেকে এই এশিয়া কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিসিসিআই। বুধবার, ১০ সেপ্টেম্বর, ভারতের প্রথম ম্যাচ আরব আমির শাহির বিরুদ্ধে। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়। মরু দেশের তীব্র গরমের কথা মাথায় রেখে সময় আধঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতের গ্রুপে রয়েছে আরব আমির শাহি ও ওমান। সুপার ফোরে পৌঁছোতে হলে এই দুই ম্যাচে জয় আবশ্যিক।

এশিয়া কাপের অন্যতম আকর্ষণ ‘ভারত-পাকিস্তান’ (India vs Pakistan) ম্যাচ। অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর, সুপার সানডেতে। প্রাথমিক রাউন্ড ও সুপার ফোরে মিলিয়ে দুই দেশ অন্তত তিন বার মুখোমুখি হতে পারে। যা নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে। ভারত-পাক ম্যাচকে কেন্দ্র করে বাড়তি প্রস্তুতি নিচ্ছে আমিরশাহির প্রশাসনও।

এশিয়া কাপের প্রথম ম্যাচে সম্ভাব্য একাদশে বড় চমক! রইল বিস্তারিত

বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের পরীক্ষা-নিরীক্ষায় মন দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফাইনাল পর্যন্ত গেলে ভারতীয় দল পাবে মোট ২০টি ম্যাচে খেলার সুযোগ। যা থেকে খেলোয়াড়দের কম্বিনেশন গুছিয়ে নেওয়ার সময় ও পরিস্থিতি মিলবে। প্র্যাক্টিস শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। জোর দেওয়া হয়েছে ফিনিশিং, মিডল অর্ডার এবং বোলিং ইউনিটে ভারসাম্য রাখার দিকে।

এশিয়া কাপ ২০২৫ সব ম্যাচ হবে দুবাই ও আবু ধাবির দু’টি ভেনুতে। আধুনিক পরিকাঠামো ও দর্শক সমাগমের দিক থেকে এই দুই স্টেডিয়ামই প্রস্তুত। গ্রুপ পর্ব শেষে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর পর্ব। সেখান থেকে শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

পূর্ণ সূচি এক নজরে :

৯ সেপ্টেম্বর: আফগানিস্তান vs হংকং

১০ সেপ্টেম্বর: ভারত vs আরব আমির শাহি

১১ সেপ্টেম্বর: বাংলাদেশ vs হংকং

১২ সেপ্টেম্বর: পাকিস্তান vs ওমান

Advertisements

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ vs শ্রীলঙ্কা

১৪ সেপ্টেম্বর: ভারত vs পাকিস্তান

১৫ সেপ্টেম্বর: আরব আমির শাহি vs ওমান, শ্রীলঙ্কা vs হংকং

১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ vs আফগানিস্তান

১৭ সেপ্টেম্বর: পাকিস্তান vs আরব আমির শাহি

১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা vs আফগানিস্তান

১৯ সেপ্টেম্বর: ভারত vs ওমান

২০ সেপ্টেম্বর: শুরু সুপার ফোর

২৮ সেপ্টেম্বর: ফাইনাল

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ ভারতের জন্য এক বড় মঞ্চ। ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায় সূর্যকুমারদের প্রথম ম্যাচের। সবার নজর থাকবে দলীয় কম্বিনেশন, ব্যাটিং অর্ডার এবং বোলিং আক্রমণে। তবে শেষ কথা বলবে মাঠের পারফরম্যান্স।

Asia Cup 2025 India full schedule match dates timings where India vs Pakistan on 14 September