HomeSports Newsবেঙ্গালুরু ম্যাচেই ফিরতে পারেন বাগানের এই তারকা ফুটবলার

বেঙ্গালুরু ম্যাচেই ফিরতে পারেন বাগানের এই তারকা ফুটবলার

- Advertisement -

সোমবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের পরবর্তী হোম ম্যাচ খেলবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে। গত দুইটি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে মেরিনার্সদের। উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে বড় ব্যবধানে সুনীল ছেত্রীদের এই দলের কাছে পরাজিত হতে হয়েছিল মোহনবাগান দলকে। এবার কান্তিরাভার বদলা কলকাতায় নেওয়ার পরিকল্পনা থাকবে শুভাশিস বসুদের।

সেক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে কলকাতা ময়দানের এই প্রধান। সেটাই এখন অন্যতম লক্ষ্য জোসে মোলিনার। তবে এক্ষেত্রে খেলোয়াড়দের চোট সমস্যা যথেষ্ট চিন্তায় রেখেছিল বাগানের আইএসএল জয়ী কোচকে। কিন্তু সময়ের সাথে সাথে অনেকটাই মিটেছে সেই সমস্যা। গত কয়েকদিন আগেই চোট সমস্যা কাটিয়ে দলের অনুশীলনে ফিরেছিলেন কেরালার তারকা ফুটবলার আশিক কুরুনিয়ান। যা নিঃসন্দেহে স্বস্তি দিয়েছিল সকল সমর্থকদের। এবার সেই নিয়েই উঠে আসলো নয়া তথ্য।

   

ashique kuruniyan mohun bagan

বেঙ্গালুরু ম্যাচেই নাকি দলের জার্সিতে ফিরতে চলেছেন আশিক কুরুনিয়ান। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসন্ন ম্যাচের আগে ঠিক এমনটাই জানিয়েছেন বাগান কোচ জোসে মোলিনা‌। যারফলে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠতে চলেছে সবুজ-মেরুনের আক্রমণভাগ। তবে চোট থেকে সদ্য ফিরে আসার দরুন আদৌও তাঁকে প্রথম একাদশে কোচ রাখবেন কিনা এখন সেটাই দেখার বিষয়। পাশাপাশি দলের হয়ে গোল তুলে নেওয়ার ক্ষেত্রে অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের পাশাপাশি জেসন কামিন্সের দিকে ও বাড়তি নজর থাকবে সকলের।

অপরদিকে, গত চেন্নাইয়িন ম্যাচ খেলতে গিয়েই জখম হয়েছিলেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। যারফলে পরবর্তীতে বুকে ব্যাথার সমস্যা দেখা দিয়েছিল এই ফুটবলারের। সেজন্য পরবর্তীতে মূল দলের সাথে অনুশীলনের বদলে সাইড লাইনেই অনুশীলন করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু আসন্ন হোম ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে তাঁকে পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী সবুজ-মেরুনের হেড স্যার।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular