Mohun Bagan SG: চোটের কবলে এই সবুজ-মেরুন তারকা, খেলবেন আইএসএল?

ফের চিন্তা ভারতীয় ফুটবল প্রেমীদের। আসলে দেশের জার্সিতে খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন সবুজ-মেরুন (Mohun Bagan SG) তারকা আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)।

Ashique Kuruniyan

ফের চিন্তা ভারতীয় ফুটবল প্রেমীদের। আসলে দেশের জার্সিতে খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন সবুজ-মেরুন (Mohun Bagan SG) তারকা আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)। যারফলে, গোটা মরশুমের কথা মাথায় রেখে তাকে নাকি ছেড়ে দেওয়া হচ্ছে ভারতীয় ফুটবল শিবির থেকে। যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তা দেখা দিয়েছে সকলের মধ্যে।

তবে বর্তমানে দাঁড়িয়ে তার চোট আদৌ কতটা গুরুতর রয়েছে তা বোঝার জন্য নাকি কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা করা হয়নি বলেই শোনা যাচ্ছে সবুজ-মেরুনের অন্দর থেকে। যা নিয়ে কিছুটা হলেও ক্ষোভ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দলের আরেক তারকা তথা লিস্টনকে আসন্ন টুর্নামেন্টের জন্য আদৌ ছাড়া হবে কিনা সেই নিয়েই প্রবল সংশয় দেখা দিয়েছে সকলের মধ্যে।

উল্লেখ্য, কিংস কাপের সেমিফাইনালে ইরাকের বিপক্ষে খেলতে গিয়ে হঠাৎ পায়ে চোট আসে বাগান তারকা আশিক কুরুনিয়ানের। মনে করা হচ্ছে লিগামেন্টে গুরুতর চোট রয়েছে এই তরুন ফুটবলারের। সেজন্য সেই ম্যাচের মাঝামাঝি সময়েই তাকি তুলে নিয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। তাই পরবর্তীতে লেবানন ম্যাচে ও আর তাকে দেখা যায়নি প্রথম একাদশে।

কিন্তু প্রশ্ন হল এরপরে ও কেন কোনো পরীক্ষা করানো হলনা আশিকের? সেই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। আরও শোনা গিয়েছে যে, চোটের কথা শুনেও নূন্যতম এমআরআই ও করা হয়নি তাদের তরফ থেকে। উল্টে তার চোট খুব একটা গুরুতর নয় বলে ক্লাবে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমনতর সিদ্ধান্তের দরুন খুব একটা খুশি নয় বাগান শিবির।

যতদূর শোনা যাচ্ছে, সমস্ত দিক মাথায় রেখেই নাকি জাতীয় শিবিরের ক্ষেত্রে লিস্টন কোলাসোকে না ছাড়ার ভাবনা রয়েছে বাগান ম্যানেজমেন্টের। তাহলে সেক্ষেত্রে এএফসি কাপ ও আইএসএলের মতো টুর্নামেন্টে যথেষ্ট সমস্যায় পড়তে পারে ফেরেন্দো। তবে এখনো পর্যন্ত লিস্টনকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও মনে করা হচ্ছে, জাতীয় শিবিরে হয়ত পাঠানো হবে না বাগানের এই ভরসাযোগ্য উইঙ্গারকে।