আইএসএলের শুরুটা কিছুটা স্লথ থাকলেও সময়ের সাথে সাথে ছন্দে ফিরেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নির্ধারিত সূচি অনুযায়ী গত রবিবার টুর্নামেন্টের দশম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে দুই গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সবুজ-মেরুন ব্রিগেড। এই জয়ের সুবাদে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো মোহনবাগান।
যারফলে, টানা দুইটি ম্যাচে কলকাতা দুই প্রধানের কাছে পরাজিত হল হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। যা কিছুটা হলেও হতাশ করবে এবারের ডুরান্ড কাপ জয়ীদের। বলাবাহুল্য, এই ম্যাচের শুরু থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল সবুজ-মেরুন ফুটবলারদের। প্রথমার্ধে গোল না আসলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের তেজ বাড়াতে শুরু করে মেরিনার্সরা। তারপর খেলার পঞ্চম কোয়ার্টারেই চলে আসে প্রথম গোল। দুরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন মনবীর সিং।
সেই গোলের কিছু সময়ের মধ্যেই ফের দুরপাল্লার শট নেন লিস্টন কোলাসো। যারফলে দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। পরবর্তীতে আরও একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও সেটি কাজে লাগাতে পারেননি বাগান ফুটবলাররা। নাহলে অনায়াসেই ব্যবধান বাড়িয়ে জয় ছিনিয়ে নিতে পারত মোহনবাগান। গত চেন্নাইয়িন ম্যাচের পর এই ম্যাচে জয় আসার ফলে প্রচন্ড খুশি বাগানের স্প্যানিশ কোচ।
তাছাড়া বহুদিন পর সবুজ-মেরুন জার্সিতে নিজের পুরনো ছন্দে ধরা দিয়েছেন ভারতীয় তারকা আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)। তাঁর পারফরম্যান্স নিঃসন্দেহে অনেকটাই অ্যাডভান্টেজ দেবে গোটা দলকে। ম্যাচ শেষে সেই নিয়েই আইএসএল মিডিয়া তরফে তাঁকে প্রশ্ন করা হলে যথেষ্ট ইতিবাচক থাকেন আশিক। তিনি বলেন, ” এই জয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে সময় মতো এগোচ্ছে লড়াই ঠিক ততটাই কঠিন হচ্ছে। আমরা অনেক গুলো ম্যাচ খেলেছি। তবে পয়েন্ট দিক থেকে বাকিদের সঙ্গে খুব একটা পার্থক্য নেই। আমরা প্রতিটা ম্যাচ জিততে চাই। হোম কিংবা অ্যাওয়ে যাইহোক আমাদের পুরো পয়েন্ট দরকার। তাছাড়া আমি এখন পুরো ফিট। আমি প্রতিটা ম্যাচেই নিজের সেরাটা দিতে চাই। আজ দলের এই জয়ে আমি যথেষ্ট খুশি।”
Let’s hear it from the comeback-man 💪🏻💚❤️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/zImjxvtyr5
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 8, 2024
Ashique Kuruniyan shines in Mohun Bagan’s 2-0 win over Northeast United in the ISL. Read about his thoughts on the crucial victory and his return to top form.