Kolkata Derby: ডার্বিকে কেন্দ্র করে আশিক কুরুনিয়ানের চাঞ্চল্যকর পোস্ট

Ashique Kuruniyan

চলতি ডুরান্ড কাপের ডার্বি (Kolkata Derby) ম্যাচের রঙ সবুজ মেরুন। ইস্টবেঙ্গলের সুমিত পাসির আত্মঘাতী গোল টানা ৬ বড় ম্যাচে অপরাজিত মোহনবাগান।

হাইভোল্টেজ ডার্বি ম্যাচের রেশ এখনও কাটেনি তা সবুজ মেরুন জার্সি গায়ে নিজের প্রথম ডার্বি ম্যাচ খেলে ফেলা বাগান ব্রিগেডের ফুটবলার আশিক কুরুনিয়ান ইনস্ট্রাগাম পোস্ট থেকে পরিষ্কার। নিজের পোস্ট মল্লপুরমের উইঙ্গার লিখেছে,”গুরুত্বপূর্ণ জয় এবং দুরন্ত পারফরর্মেন্স দলের।কলকাতাকে ধন্যবাদ আমার প্রথম ডার্বিতে জমকালো পরিবেশের জন্য আমরা চালিয়ে যাচ্ছি💚❤️।”

   

প্রসঙ্গত,২৫ বছরের আশিক ২০১৮ সালে জাতীয় দলের জার্সি গায়ে ২৫ ম্যাচে ১ গোল করেছে। পুনে সিটির ইয়ুথ ডেভেলপমেন্টের ফসল আশিক কুরুনিয়ান ২০১৯-২২ সময়কালে বেঙ্গালুরু দলের হয়ে ৩৯ ম্যাচে ২ গোল নামের সঙ্গে জুড়েছে।

কলকাতার ক্লাব দল ATK মোহনবাগান দলের জার্সি গায়ে নিজের প্রথম ডার্বি ম্যাচের অভিঞ্জতা, তাও আবার যুবভারতী ক্রীড়াঙ্গনের দর্শক ঠাসা স্টেডিয়াম দেখে স্বভাবতই নিজের ফুটবল আবেগ চেপে রাখতে না পেরেই সবুজ মেরুন শিবিরের ফুটবলার আশিক কুরুনিয়ানের এই পোস্ট এবং এই পোস্ট এই মুহুর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন