Sunday, December 7, 2025
HomeSports NewsFootball Turf: ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য সুখবর, ৮৭০০ ফুট ওপরে তৈরি হচ্ছে...

Football Turf: ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য সুখবর, ৮৭০০ ফুট ওপরে তৈরি হচ্ছে ফুটবল মাঠ

- Advertisement -

ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য বড় খবর। সমুদ্রতল থেকে ৮ হাজার ৭০০ ফুট ওপরে তৈরি হচ্ছে ফুটবল মাঠ (Football Turf)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে তথ্য শেয়ার করা হয়েছে।

Mohun Bagan: এবার মোহনবাগানের নজরে এই কোস্টারিকান ফুটবলার

   

অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় তৈরি হচ্ছে নতুন ফুটবল মাঠ. কৃত্রিম টার্ফ বসানোর কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। স্টেডিয়ামের কিছু ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মধ্যে পোস্ট করা হয়েছে ইতিমধ্যে।

 

ফেডারেশনের সচিব কিপ অজয় পোস্ট করে জানিয়েছেন, ‘অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর। কারণ তাওয়াং মাঠে একটি শংসাপত্রপ্রাপ্ত কৃত্রিম ফুটবল টার্ফ ইনস্টলেশন শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে। ফুটবল মাঠটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৭০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই প্রথমবার অরুণাচল প্রদেশের কোনও জেলা ফিফা সার্টিফায়েড কৃত্রিম ফুটবল টার্ফ গ্রাউন্ড পেতে চলেছে। আশা করি ভবিষ্যতে আমাদের রাজ্যের প্রতিটি জেলা কমপক্ষে একটি ফিফা স্বীকৃত টার্ফ ফুটবল মাঠ পাবে।’

East Bengal: মাঝমাঠে এই কৌশল অবলম্বন করতে পারে ইস্টবেঙ্গল

৮৫০০ ফুট ওপরে নির্মীয়মাণ এই ফুটবল মাঠের খবর ভরতীয় ফুটবল প্রেমীদের কাছে পৌঁছেছে। দেশের উত্তর পূর্ব অঞ্চল থেকে প্রতি বছর অসংখ্য ফুটবলার উঠে আসেন জাতীয় স্তরে। সেখানে ফুটবলের প্রতি মানুষের উৎসাহ রয়েছে যথেষ্ট। নতুন মাঠ তৈরি হলে ফুটবল সম্প্রসারণের কাজ আরো দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular