IND vs SA: শ্বাস কষ্টে ভুগছিলেন ভারতের পাঁচ উইকেটের নায়ক

Arshdeep Singh

জোহানেসবার্গ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর ভারতীয় পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh) বলেছিলেন যে কয়েক ওভার বোলিং করার পরেই তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে মাটির উচ্চতার কারণে তিনি হাঁপিয়ে উঠেছিলেন। এমনটা হওয়া সত্ত্বেও তিনি এই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন এবং দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Advertisements

আরও পড়ুন: Hardik Pandya: পুরো ছক কষে মুম্বই গিয়েছেন হার্দিক! জানুন পুরো গল্প  

এই ম্যাচের ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন অর্শদীপ সিং। ম্যাচ শেষে অর্শদীপ বলেন, ‘আমি কিছুটা ক্লান্ত বোধ করছি কিন্তু এই মুহূর্তটি খুবই আশ্চর্যজনক। এজন্য আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। এই মাঠটি অন্যান্য মাঠ থেকে অনেকটাই আলাদা। কয়েক ওভার বোলিং করার পর যখন আমার শ্বাসকষ্ট শুরু হয়, তখন আমি সমুদ্রপৃষ্ঠ থেকে এই মাঠের উচ্চতা লক্ষ্য করি।’

আরও পড়ুন:  Manish Pandey: আইপিএল নিলামের ঠিক আগেই বিরাট শাস্তি পেলেন ভারতের হয়ে খেলা মণীশ

Advertisements

তিনি বলেন, ‘স্বপ্ন দেশের হয়ে খেলা এবং যখন আপনি সেটা করার সুযোগ পান, তখন দারুণ অনুভূতি হয়। আমি আমার ভূমিকা উপভোগ করছি। আমি রাহুল ভাইকে ধন্যবাদ জানাতে চাই। তিনি বলেছিলেন যে আমার দৃঢ়ভাবে ফিরে আসা উচিত এবং পাঁচ উইকেট নেওয়ার লক্ষ্য রাখা উচিত… আমরা যখন গাকেবারহায় যাই, তখন আমাদের জানতে হয় সেখানে পরিস্থিতি ঠিক কেমন সে সম্পর্কে। এরপর সেখানেও ভালো ফলাফলের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’

আরও পড়ুন: IND vs ENG সিরিজের সময় ম্যাচ ফিট হয়ে উঠবেন ঋষভ পন্থ! 

জোহানেসবার্গ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার প্রথম চার উইকেট নেন অর্শদীপ। ইনিংসের নবম উইকেটও নেন তিনি। এবারই প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিলেন অর্শদীপ সিং। এর আগে তিনটি ওয়ানডে খেললেও কোনো সাফল্য পাননি তিনি।