বুমরাহ-চাহালদের পেছনে ফেলে রের্কড গড়ে ইতিহাস লিখলেন অর্শদীপ

সুযোগ পেয়েই ইতিহাস গড়লেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। এশিয়া কাপ ২০২৫ গ্রুপ (Asia Cup 2025) পর্বে দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে…

Arshdeep Singh becomes first Indian to take 100 wicket in T20 cricket against Oman in Asia Cup 2025

সুযোগ পেয়েই ইতিহাস গড়লেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। এশিয়া কাপ ২০২৫ গ্রুপ (Asia Cup 2025) পর্বে দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে ভারত (India)। পাকিস্তান এবং আমিরশাহির বিরুদ্ধে জয়ের মাধ্যমে আগেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। শুক্রবারের ওমানের (Oman) বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ২১ রানে জিতল ভারত। যদিও এদিনের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে আলাদা এক কারণে।

এই ম্যাচে ভারতের (India Cricket News) একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলেই আগে থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেই মতো দলের অন্যতম প্রধান পেসার জশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়। তাঁর জায়গায় দলে সুযোগ পান তরুণ বাঁহাতি মিডিয়াম পেসার অর্শদীপ সিং। সুযোগ পেয়েই বিরল রেকর্ড (Arshdeep Singh Record) গড়লেন তিনি।

   

অর্শদীপ সিং এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি। এদিন ওমানের ব্যাটার বিনায়ক শুক্লাকে আউট করে টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। তিনি হলেন প্রথম ভারতীয় বোলার যিনি আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে ১০০ উইকেটের মাইলফলক কৃতিত্ব অর্জন করেছেন।

এখনও পর্যন্ত কোনও ভারতীয় বোলার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার বা বুমরাহরাও পৌঁছাতে পারেননি এই মাইলফলকে। সেক্ষেত্রে মাত্র ২৫ বছর বয়সেই অর্শদীপ গড়ে তুললেন এক নজিরবিহীন রেকর্ড, যা ভবিষ্যতের ভারতীয় পেসারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তালিকায় এরপর রয়েছেন:

যুজবেন্দ্র চাহাল – ৯৬ উইকেট

Advertisements

হার্দিক পান্ডিয়া – ৯৬ উইকেট

জসপ্রীত বুমরাহ – ৯২ উইকেট

প্রথম দুটি ম্যাচে একাদশের বাইরে ছিলেন অর্শদীপ। তবে দলের ম্যানেজমেন্ট তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয় ওমানের বিরুদ্ধে, যেখানে চাপ কিছুটা কম। এই অবস্থায় অর্শদীপের মাঠে নেমে ইনিংসের শেষ ওভারে বল হাতে রেকর্ড গড়ে দিলেন। অর্শদীপের এই অনন্য অর্জন ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

Arshdeep Singh becomes first Indian to take 100 wicket in T20 cricket against Oman in Asia Cup 2025