HomeSports Newsইতিহাসের গড়তে দরকার শুধু এক উইকেট! ওমান ম্যাচে কে গড়বেন নজির?

ইতিহাসের গড়তে দরকার শুধু এক উইকেট! ওমান ম্যাচে কে গড়বেন নজির?

- Advertisement -

এশিয়া কাপ ২০২৫ গ্রুপ (Asia Cup 2025) পর্বে দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে ভারত। পাকিস্তান এবং আমিরশাহির বিরুদ্ধে জয়ের মাধ্যমে আগেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। ফলে শুক্রবারের ওমানের বিরুদ্ধে ম্যাচ কার্যত নিয়মরক্ষার পর্যায়ে পৌঁছে গেলেও, এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে আলাদা এক কারণে।

এই ম্যাচে ভারতের একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, দলের অন্যতম প্রধান পেসার জশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর জায়গায় দলে সুযোগ পেতে পারেন তরুণ বাঁহাতি মিডিয়াম পেসার অর্শদীপ সিং। আর একবার যদি তিনি সুযোগ পান, তবে তাঁর সামনে রয়েছে বিরল রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ।

   

অর্শদীপ সিং এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে ৯৯টি আন্তর্জাতিক টি-২০ উইকেট। ওমানের বিরুদ্ধে ম্যাচে যদি তিনি আরও একটি উইকেট নিতে পারেন, তাহলে তিনি হয়ে উঠবেন প্রথম ভারতীয় বোলার যিনি আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারবেন।

এখনও পর্যন্ত কোনও ভারতীয় বোলার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার বা বুমরাহরাও পৌঁছাতে পারেননি এই মাইলফলকে। সেক্ষেত্রে মাত্র ২৫ বছর বয়সেই অর্শদীপ গড়ে তুলতে পারেন এক নজিরবিহীন রেকর্ড, যা ভবিষ্যতের ভারতীয় পেসারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রথম দুটি ম্যাচে একাদশের বাইরে ছিলেন অর্শদীপ। তবে দলের ম্যানেজমেন্ট তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চায় ওমানের বিরুদ্ধে, যেখানে চাপ কিছুটা কম। এই অবস্থায় অর্শদীপের মাঠে নামা কার্যত নিশ্চিত বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

২০২২ সালের পরে টি-২০ ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অর্শদীপ। ডেথ ওভারে তাঁর বলিং দক্ষতা, ইয়র্কার আর স্লোয়ার ডেলিভারি মিলিয়ে বিপক্ষ ব্যাটারদের বিভ্রান্ত করে তুলেছেন তিনি। এখন শুধু অপেক্ষা, শুক্রবার ওমানের বিপক্ষে সেই কাঙ্ক্ষিত একটি উইকেটটি তুলে নিতে পারলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করবেন এই পাঞ্জাবি পেসার।

ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে তাই অর্শদীপের দিকেই, ইতিহাস কি সাক্ষী হবে? ১০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় হিসেবে নাম লেখাবেন কি তিনি? উত্তর মিলবে শুক্রবার সন্ধ্যায় মাঠে নামলেই।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular