দল গঠনের ব্যাপারে বড় ঘোষণা করল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। আগামী মরসুমেও সবুজ মেরুন শিবিরে থাকছেন এক তরুণ প্রতিভাবান ফুটবলার। বুধবার সকালে ক্লাবের তরফে এই ঘোষণা করা হয়েছে।
এটিকে মোহন বাগানের পক্ষ থেকে জানানো হয়েছে, সামনের মরসুমের জন্য নিশ্চিত হয়েছেন আর্শ আনোয়ার শেখ। আগামী দিনের জন্যও ১৯ বছর বয়সী গোলরক্ষককে ধরে রাখল এটিকে মোহন বাগান।
খবরটা বড় হলেও এই ঘোষণা প্রত্যাশিত। আগেই শোনা গিয়েছিল আর্শ আনোয়ার শেখের সঙ্গে চুক্তি আরও বাড়াতে পারে বাগান। তাঁকে নিয়ে ইতিমধ্যে কিছু পরিকল্পনাও তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ অনুশীলনের মধ্যে দিয়ে আরও দক্ষ ফুটবলার হিসেবে গড়া হতে পারে তাঁকে।
রেকর্ড অর্থে অমরিন্দর সিংকে সই করিয়েছিল এটিকে মোহন বাগান। কিন্তু প্রত্যাশা মতো খেলতে পারেননি তিনি। পরে রিজার্ভ বেঞ্চে নিয়ে আসা হয়েছিল অভিজ্ঞ সুব্রত পালকে। তাঁকে ইতিমধ্যে ক্লাব রিলিজ করে দিয়েছে। আগামী দিনের কথা ভেবে কম বয়সী প্রতিভাবের তৈরি করে নিতে চাইছে এটিকে মোহন বাগান।