Arsene Wenger in India: ভারতে এলেন ওয়েঙ্গার, কী বলছেন এই তারকা কোচ

Arsene Wenger, World Football Association's Development Chief, Arrives in India

আগের ঘোষণা মতোই আজ ভারতবর্ষে পা রেখেছেন এককালের দাপুটে কোচ তথা বিশ্ব ফুটবল সংস্থার ডেভেলপমেন্ট কমিটির প্রধান (Arsene Wenger in India)। তাকে স্বাগত জানাতে আজ উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। দেশের রাজধানীতে উপস্থিত থেকে দেশের ফুটবল সংক্রান্ত বিবিধ বিষয় নিয়েও আলোচনা চলে উভয় দেশের কর্তাদের মধ্যে। যেখানে ভারতীয় ফুটবল নিয়ে ভূয়সী প্রশংসাও শোনা যায় তার মুখে।

Advertisements

উল্লেখ্য, দেশের উদয়মান ফুটবলারদের সুবিধার্থে এআইএফএফ আর ফিফার সঙ্গে যৌথভাবে নয়া ফুটবল অ্যাকাডেমি উদ্বোধন করা হবে। আগামীকাল ভুবনেশ্বরে উদ্বোধন করবেন উইঙ্গার। এই প্রসঙ্গে কল্যাণ চৌবে বলেন, ওনার মতো মানুষকে কাছে পেয়ে আমরা খুবই গর্বিত। ফুটবল নিয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আমরা আশা রাখি দেশের প্রতিভা তুলে ধরার ক্ষেত্রে তার থেকে যথেষ্ট সহযোগিতা পাবো।

উল্লেখ্য, আজ দেশের রাজধানীতে সম্মানিত হওয়ার পর ফুটবল হাউসে এসে তিনি বলেন, গোটা বিশ্বের ফুটবলের উন্নতি ঘটানোই আমরা একমাত্র লক্ষ্য। বিশেষ করে ভারতবর্ষের মতো দেশ বিশ্ব ফুটবলের ক্ষেত্রে না থাকাটা কার্যত অসম্ভব। তাছাড়া এই দেশে প্রতিভার অভাব নেই। তাই আমি যথেষ্ট আশাবাদী। তাছাড়া ভারতীয় ফুটবল নিয়ে কাজ করার সুযোগ মেলায় আমি যথেষ্ট খুশি। আমি ও আমার টিম এই নিয়ে যথেষ্ট আশাবাদী। আশা করি খুব তাড়াতাড়ি ফল মিলবে। সেইসাথে ভারতীয় ফুটবল দলের প্রসঙ্গে তিনি বলেন, এক্ষেত্রে যথেষ্ট সুযোগ রয়েছে। তাই আমরা যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারি তাহলে ফল হাতেনাতে মিলবেই।

Advertisements

উল্লেখ্য, ফিফার এমন বিভাগের দায়িত্বে থাকায় গোটা বিশ্বের বিভিন্ন দেশে যেতে হয় আর্সেন ওয়েঙ্গারকে। তবে এসবের মাঝেই ভারতীয় ফুটবল নিয়ে যথেষ্ট উৎসাহী এই দাপুটে কোচ।