Mohammedan SC: আর্মি রেডের মুখোমুখি মহামেডান, কী বলছেন সাদা-কালো কোচ ?

উয়ারী অ্যাথলেটিকের বিপক্ষে বড় জয় দিয়ে কলকাতা ফুটবল লিগ শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যা নিয়ে খুশির আবহ ছিল সমর্থকদের মধ্যে। কিন্তু তা…

Mohammedan SC Coach Hakim Ssengendo

উয়ারী অ্যাথলেটিকের বিপক্ষে বড় জয় দিয়ে কলকাতা ফুটবল লিগ শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যা নিয়ে খুশির আবহ ছিল সমর্থকদের মধ্যে। কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। দ্বিতীয় ম্যাচে খিদিরপুর ক্লাবের কাছে আটকে যেতে হয় ব্ল্যাক প্যান্থার্সদের। তৃতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর ভাবনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। কালীঘাট এমএসের কাছে পরাজিত হতে হয় মহামেডানের ছোটদের।

একটা সময় ইসরাফিলের গোলে দল ব্যবধান কমাতে সক্ষম হলেও সমতায় ফেরা হয়ে ওঠেনি তন্ময় দাসদের। দলের এই পরাজয় কিছুতেই মেনে নিতে পারেননি সমর্থকরা। বারংবার কোচের সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করলেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন মহামেডানের রিজার্ভ দলের কোচ হাকিম সেগেন্ডো। খেলোয়াড়দের দিকেই আঙুল তুলে দিয়েছিলেন তিনি।

   

এসবের মাঝেই মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে আর্মি রেডের মুখোমুখি হতে চলেছে মহামেডানের ছোটরা। গত ম্যাচের হতাশা ভুলে এই ম্যাচ থেকেই জয়ের সরনীতে ফিরতে চাইছে সাদা-কালো ব্রিগেড। তার আগে জনপ্রিয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হাকিম। সেখানে দলের প্রস্তুতি সংক্রান্ত বিষয় প্রশ্ন করা হলে যথেষ্ট ইতিবাচক বার্তা মেলে উগান্ডার এই কোচের তরফ থেকে।

তিনি বলেন, ‘ছেলেরা ভালো মতো প্রস্তুতি নিয়েছে। গত ম্যাচে পরাজিত হওয়ার ফলে লড়াই কিছুটা কঠিন হলেও অসম্ভব কিছুই নয়। মাঠের মধ্যে আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’ বর্তমানে সমর্থকদের মুখে হাসি ফোটানোই একমাত্র লক্ষ্য সকলের।