ডার্বির ব্যার্থতা ভুলে বর্তমানে ব্যাপক ছন্দে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। গত কয়েকদিন আগেই এএফসি কাপের ম্যাচে নেপালের শক্তিশালী ফুটবল দল তথা মাচিন্দ্রা এফসিকে বড় ব্যবধানে হারিয়েছিল হুয়ান ফেরেন্দোর ছেলেরা। এবার ও বজায় থাকল সেই একই ধারা।
গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে বাংলাদেশের শক্তিশালী দল ঢাকা আবাহনী ফুটবল দলের মুখোমুখি হয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। প্রথমার্ধের শেষে ১-১ গোলের ব্যবধান থাকলেও পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয়ার্ধে দাপিয়ে খেলে বাগান ব্রিগেড। যারফলে, ৩-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় মোহনবাগান দল।
একটি গোল আবাহনী দলের পক্ষ থেকে আত্মঘাতী হলেও বাগান শিবিরের হয়ে বাকি দুইটি গোল করেন যথাক্রমে অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। যা দেখে খুশি সকলেই। এছাড়াও গত কয়েকদিন আগেই শহরে এসেছিলেন বাগানের তারকা স্টপার হেক্টর ইউৎসে। তার পারফরম্যান্স দেখেও যথেষ্ট খুশি বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো। ম্যাচের পরে হেক্টর বলেন, দলের এই জয়ে তিনি যে একটি অংশ হতে পেরেছেন তারজন্য যথেষ্ট খুশি। আগামীদিনে দলের হয়ে আরও ভালো পারফরম্যান্স দিতে চান। একইরকম ভাবে কিছুটা খুশির মেজাজে ধরা দিয়েছেন সাদিকু।
একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এএফসি কাপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গোল পেয়ে তিনি যথেষ্ট খুশি। বর্তমানে দলের এই জয় সকলের সাথে উপভোগ করতে চান। পাশাপাশি এই জয়ের ফলে দল যে এএফসি কাপের মূলপর্বে চলে গেল তা আগামী দিনে সকলকে বাড়তি উৎসাহ দেবে। তবে সেখানেই শেষ নয়। দলের প্রসঙ্গে আরও বলেন, আগামীদিনে এএফসি কাপের মূল পর্বে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স করবে মোহনবাগান। আগামীদিনে আরও কিছুটা অনুশীলন ও খেলোয়াড়দের বোঝাপড়া তৈরি হলে এএফসি কাপের মঞ্চে যথেষ্ট প্রভাব ফেলবে সবুজ-মেরুন ব্রিগেড।