গোলে ফিরেছেন আর্মান্ডো সাদিকু (Armando Sadiku)। চাপের মুখে গোল করেছেন তিনি। তবুও পুরোপুরি আশ্বস্ত করতে পারলেন না মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের তারকা ফরোয়ার্ড।
জেসন কামিন্স, হুগো বুমোস দুজনে একসঙ্গে অনুপস্থিত। চোটের কারণে মাঠের বাইরে আনোয়ার আলি। বুধবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচের আগে হয়তো কিছুটা চাপে ছিলেন বাগান কোচ হুয়ান ফেরান্ডো। একাধিক ফুটবলারের অনুস্পিস্থিতে প্রথম একাদশে বদল করতে বাধ্য হয়েছিলেন। রিজার্ভ বেঞ্চ থেকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয় সাদিকুকে।
ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল জামশেদপুর এফসি। সেই পরিশোধ করেছিলেন সাদিকু। দলগত খেলার ফসল এই গোল। ডিফেন্স ভেদ করা বলে শুধু পা ছোঁয়ানোর অপেক্ষা ছিল। আলবেনিয়ার জাতীয় দলে খেলা বিদেশি কোনো ভুল করেননি।
জামশেদপুরের বিরুদ্ধে সাদিকুর আরও একটা গোল করা উচিৎ ছিল। এক বনাম এক পরিস্হিতি থেকে গোল করতে পারেননি। মাঝমাঠের একটু ওপর বল পেয়ে গিয়েছিলেন। বল নিয়ে দৌড়ে এগিয়ে গিয়েছিলেন প্রতিপক্ষের গোলের দিকে। সামনে শুধু জামশেদপুর এফসির গোলকিপার। এরপর শট নিলেন নাকি গোলকিপারকে পাস বাড়ালেন বোঝার উপায় নেই। নিশ্চিত সুযোগ হাতছাড়া। সাদিকু পুরোপুরি ফর্মে থাকলে এই গোল মিস করতেন না।