Mohun Bagan: সাদিকু রেখেই প্রথম একাদশ বাগানের, কাদের রাখলেন ফেরেন্দো?

কদিকে যেমন মোহনবাগান (Mohun Bagan) দলের টানা ৯ বার ডার্বি জয়ের হাতছানি রয়েছে ঠিক তেমনভাবেই দেওয়ালে পিঠ ঠেকে গিয়ে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই লাল-হলুদের।

Mohun Bagan's Starting XI

হাতে আর মাত্র কিছুটা সময় তারপরেই শুরু হতে চলেছে মরশুমের প্রথম কলকাতা ডার্বি (Durand Derby)। এখন সেদিকেই নজর সকলের। বিগত কয়েকদিন ধরে টিকিট নিয়ে ময়দান সরগরম থাকার পর বর্তমানে যুবভারতীতে ভিড় জমিয়েছেন দুই দলের সমর্থকরা। একদিকে যেমন মোহনবাগান (Mohun Bagan) দলের টানা ৯ বার ডার্বি জয়ের হাতছানি রয়েছে ঠিক তেমনভাবেই দেওয়ালে পিঠ ঠেকে গিয়ে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই লাল-হলুদের।

Advertisements

তবে গত বছরের তুলনায় অনেকটাই শক্তি বাড়িয়ে এবার মাঠে নামতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে ইউরোপা লিগ খেলা আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে আনা হয়েছে সবুজ-মেরুনে। এবার তাদের সামনে রেখেই ডার্বি জয়ের ধারা বজায় রাখতে চান স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো। এক নজরে দেখা যাক প্রথম একাদশ।

Advertisements

পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ দলের তিনকাঠি সামলাবেন বিশাল কাইথ। এছাড়াও আজ দলের রক্ষনভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন আনোয়ার আলি, ব্যান্ডন হ্যামিল, আশিষ রাই ও শুভাশিস বোস। মাঝমাঠের দায়িত্বে থাকছেন গ্লেইন মার্টিনস, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, হুগো বুমোস। পাশাপাশি ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন লিস্টন কোলাসো ও আর্মান্দো সাদিকু। এই তারকাদের দিয়েই ম্যাচ শুরু করতে চান ফেরান্দো।