এবার এই সুইস ক্লাবে যোগদান করলেন আর্মান্দো সাদিকু

গত মরসুমেল শুরুটা খুব একটা ইতিবাচক ছিল না এফসি গোয়ার (FC Goa)। খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে পরাজিত হতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তারপর দ্বিতীয়…

Armando Sadiku

গত মরসুমেল শুরুটা খুব একটা ইতিবাচক ছিল না এফসি গোয়ার (FC Goa)। খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে পরাজিত হতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তারপর দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও তা বাস্তবায়িত হয়নি। অমীমাংসিত ফলাফলে আটকে যেতে হয়েছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে‌। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই নিজেদের পুরনো ছন্দ ফিরে পেয়েছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। সেই সুবাদে অনায়াসেই তাঁরা উঠে এসেছিল পয়েন্ট টেবিলের অনেকটাই উপরের দিকে।

Advertisements

যদিও সেটা স্থায়ী হয়নি। একাধিক ম্যাচে পয়েন্ট নষ্ট করার ফলে হাতছাড়া হয় শিল্ড। তারপর লিগ কাপ জয়ের পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। বেঙ্গালুরু এফসির কাছে এগ্ৰিগেডে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল দেশের এই প্রথম ডিভিশনের টুর্নামেন্ট থেকে। সেই হতাশা কাটিয়ে সুপার কাপে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল এফসি গোয়ার। সেটাই হয়েছিল শেষ পর্যন্ত। কিন্তু এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে মাঠে নামার আগেই এক হতাশাজনক সংবাদ উঠে এসেছিল গোয়ার ফুটবলপ্রেমীদের কাছে। জানা গিয়েছিল দলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে চুক্তি বাতিল করেছেন আর্মান্দো সাদিকু (Armando Sadiku)।

   

তাঁর আগের সিজনটা খুব একটা ভালো না হলেও গোয়ার জার্সিতে যখনই সুযোগ পেতেন বল জালে জড়িয়ে দিতেন এই ফুটবলার। স্বাভাবিকভাবেই তাঁর চলে যাওয়া আক্রমণ ভাগে যে প্রভাব ফেলবে সেটা ভালো মতোই জানতেন সকলে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছিল এবার কোথায় যোগ দেবেন সাদিকু? সেক্ষেত্রে একটা সময় ব্যাপকভাবে উঠে আসছে শুরু করেছিল কেরালা ব্লাস্টার্সের নাম। মনে করা হচ্ছিল সাফল্য পাওয়ার জন্য সাদিকুর স্মরনাপন্ন হতে পারে কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট। কিন্তু শেষ পর্যন্ত কথা এগোয়নি বেশি দূর। তবুও অনেকে মনে করেছিলেন যে নতুন মরসুমের শুরুতে হয়তো ফের ভারতের কোনও ক্লাবেই খেলবেন বাগানের এই প্রাক্তন তারকা।

কিন্তু না। ভারতীয় ফুটবলকে বিদায় জানিয়ে এবার সুইজারল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এসি বেলিনজোনায় যোগ দিলেন বছর চৌত্রিশের এই মরোক্কান ফরোয়ার্ড। বলতে গেলে এবার এক নতুন চ্যালেঞ্জ। পুরনো সমস্ত কিছু ভুলে নিজের সেরা ফর্ম প্রধান লক্ষ্য এই স্ট্রাইকারের।