Armando Sadiku: গোয়ায় যোগ দিলেন সাদিকু, কী বললেন মানোলো?

Advertisements গত কয়েক মাস ধরেই দল বদলের বাজারে বারংবার উঠে এসেছিল আর্মান্দো সাদিকুর (Armando Sadiku) নাম। নয়া মরসুমে মোহনবাগান দলে যে আর থাকা হবে না…

Armando Sadiku Joins FC Goa

Advertisements

গত কয়েক মাস ধরেই দল বদলের বাজারে বারংবার উঠে এসেছিল আর্মান্দো সাদিকুর (Armando Sadiku) নাম। নয়া মরসুমে মোহনবাগান দলে যে আর থাকা হবে না সেই ইঙ্গিত মিলেছিল অনেক আগেই। পরবর্তীতে তাঁকে দলে নিতে আগ্ৰহ প্রকাশ করে আইএসএলের একাধিক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত বাজিমাত করলো এফসি গোয়া। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে এই আলবেনিয়ান তারকার যোগদানের কথা ঘোষনা করে ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন

যারফলে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে মানোলো মার্কেজের দলের হয়ে ফরোয়ার্ডে ঝড় তুলবেন সাদিকু। গোয়ার সঙ্গে যুক্ত হয়ে এই তারকা বলেন, ‘এই দলের সঙ্গে যুক্ত হয়ে আমি প্রচন্ড খুশি। এটি এমন একটি দল যাদেরকে ভারতের সেরাদের মধ্যে বিবেচনা করা যায়। এফসি গোয়া নিয়ে আমি যাদের সঙ্গেই কথা বলেছি তাদের সকলের কাছেই ইতিবাচক বার্তা পেয়েছি।’

আরো বলেন, আগের সিজনে এই গোয়া দলের বিপক্ষে খেলেছি। তাদের পারফরম্যান্স এবং শক্তিশালী রক্ষণভাগ আমাকে মুগ্ধ করেছে। কোচ মানোলো এবং সিইও রবি পুস্কুর সাথে কথা বলার পরে এবং সিজনের জন্য তাদের পরিকল্পনা বোঝার পরে, আমি পুরোপুরি নিশ্চিত হয়েছিলাম। আমি কোচ মানোলোকে স্পেনের ইউডি লাস পালমাসে তাঁর সময় থেকে চিনি এবং আমি বিশ্বাস করি তাঁর মানসিকতা এই মরসুমে আমাকে অনেক উপকার করবে।’

সাদিকুর যোগদানের প্রসঙ্গে হেড কোচ মানোলো মার্কেজ বলেন, ‘আর্মান্দো একজন অসাধারণ স্ট্রাইকার। তিনি আলবেনিয়ার জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। দুরন্ত শট, উচ্চ গতিশীলতা এবং প্রতিযোগিতা মূলক মনোভাবের অধিকারী তিনি। তাঁর এই সমস্ত গুন গুলি আমাদের স্কোয়াডকে আরো শক্তিশালী করে তুলবে।’

বলাবাহুল্য, শেষ মরসুমে সবুজ-মেরুন জার্সিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই তারকা। সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে হাতে গোনা কিছু গোল এসেছিল তাঁর পা থেকে। এবার গোয়া দলের জার্সি আদৌ কতটা সাফল্য পান, সেটাই দেখার।