Armando Sadiku: চেক প্রজাতন্ত্র, পোল্যান্ডের মতো দলের বিরুদ্ধে খেলার জন্য ডাক

জেসন কামিন্সকে নিয়ে খুব হইচই চলছে। ভুললে চলবে না মোহন বাগান সুপার জায়ান্টের আর্মান্দো সাদিকু (Armando Sadiku) কোনো অংশে কম যান না

Armando Sadiku

জেসন কামিন্সকে নিয়ে খুব হইচই চলছে। ভুললে চলবে না মোহন বাগান সুপার জায়ান্টের আর্মান্দো সাদিকু (Armando Sadiku) কোনো অংশে কম যান না। আলবেনিয়ান ফরোয়ার্ডের বায়োডাটা একবার চোখ বুলিয়ে দেখলেই বোঝা যায় কোন পর্যায়ের ফুটবল খেলেছেন তিনি। বিশেষ করে দেশের হয়ে।

জানা গিয়েছে, দেশের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন মোহন বাগান সুপার জায়ান্টের আর্মান্দো সাদিকু । আলবেনিয়ার সামনে এখন বেশ কিছু কঠিন ম্যাচ রয়েছে। খেলতে হবে উয়েফা ইউরোপা বাছাই পর্বের ম্যাচ। পরপর একাধিক ম্যাচ খেলতে হবে সাদিকুকে। চলতি মাসেই উয়েফার দুটি ম্যাচে নামবে আলবেনিয়া।

সেপ্টেম্বরের ৮ তারিখে উয়েফা ইউরোপা বাছাই পর্বের ম্যাচে আলবেনিয়া খেলবে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। পরের ম্যাচ ১১ তারিখে। এদিন তারা খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। পোল্যান্ড মানে রবার্ট লেওয়ন্ডস্কির দেশ। সব ঠিক থাকলে এই দুই দেশের বিরুদ্ধে মাঠে দেখা যেতে পারে মোহন বাগান সুপার জায়ান্টের আর্মান্দো সাদিকু। ২০১২ সাল থেকে দেশের সিনিয়র দলের হয়ে খেলছেন তিনি। উয়েফা ইউরোপা বাছাই পর্ব, বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের হয়ে ৩৮ ম্যাচ খেলে করেছেন ১২ গোল।

Advertisements

উয়েফা ইউরোপা বাছাই পর্বের শেষ দুই ম্যাচে জিতেছিল আলবেনিয়া। ফ্যারাও আইল্যান্ডের বিরুদ্ধে ৩-১ গোল জিতেছিল দল। ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন সাদিকু। তার আগের ম্যাচে মলদোভার বিরুদ্ধেও আলবেনিয়া জয় পেয়েছিল। রিজার্ভ ছিলেন আর্মান্দো সাদিকু।