নয়া আইএসএল মরশুমের জন্য ঘর গোছানোর কাজ ইতিমধ্যেই অনেকদূর এগিয়ে নিয়ে গেছে প্রত্যেকটি দল। খুব একটা পিছিয়ে নেই গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। দল গঠনের এই অন্তিম পর্যায়ে এসে বড়সড় চমক দেওয়ার লক্ষ্য ছিল কলকাতার এই প্রধান ক্লাবের।সেইমতো গত কয়েকদিন আগেই অজি তারকা তথা এবারের বিশ্বকাপার জেসন কামিন্সকে চূড়ান্ত করেছে মোহনবাগান।
পাশাপাশি দেশীয় ফুটবলার অনিরুদ্ধ থাপাকে ও বিরাট অঙ্কের চুক্তিতে টেনে বড়সড় চমক দিয়েছে সবুজ-মেরুন। কিন্তু সেখানেই শেষ নয়, গত কয়েকদিন ধরে উয়েফা ইউরো কাপের অন্যতম এক তারকা ফুটবলার আর্মান্দো সাদিকুকে দলে টানতে ময়দানে নেমেছিল বাগান ম্যানেজমেন্ট। বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে গত পড়শু দিন মোহনবাগান দলের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয় এই তারকা ফুটবলারের নাম।
Here to brighten up this gloomy Tuesday morning!
Mariners, say hola to our new Super Giant! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/fSFiKcWzME
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 27, 2023
যা দেখে খুশি আপামর সবুজ-মেরুন জনতা। তার এই যোগদানের পর থেকেই যথেষ্ট প্রশংসা শোনা যায় বাগানের আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দোর তরফ থেকে। এবার দলের সমর্থকদের জন্য বিশেষ ভিডিও বার্তা পাঠালেন এই দাপুটে স্ট্রাইকার। সেই ভিডিওতে বলেন, হাই বন্ধুগণ আমি আর্মান্দো সাদিকু, মোহনবাগান দলের নতুন স্ট্রাইকার। নতুন মরশুম থেকেই তোমাদের দলের অন্যতম সদস্য হতে চলেছি। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পূর্বে এই দলের সঙ্গে যুক্ত হয়ে বলেছিলেন, মোহনবাগান দলের তরফ থেকে প্রস্তাব আশার পর আমি অন্যকিছু ভাবিনি। মূলত এই দলের ঐতিহ্য ও সমর্থকদের ভালোবাসার কথা জানতে পেরে নিজের সিদ্ধান্ত গ্ৰহন করি।
উল্লেখ্য, গত ২০১২ সাল থেকে আলবেনিয়ান ফুটবল দলের অন্যতম সদস্য হিসেবে বিবেচিত হয়ে আসছেন এই ফুটবলার। ইউরো কাপে সাফল্য পাওয়ার পাশাপাশি দেশের সর্বাধিক গোল করার কৃতিত্ব ও রয়েছে আর্মান্দো সাদিকুর। এবার হিরো ইন্ডিয়ান সুপার লিগের ময়দানে আদৌ কতটা সাফল্য পান এখন সেটাই দেখার।