Armando Colaco: ফের কোচিংয়ে ফিরছেন আর্মান্দো কোলাসো

ভারতীয় ফুটবলে বিদগ্ধ কোচেদের মধ্যে একজন হলেন আর্মান্দো কোলাসো (Armando Colaco)। তার বিষয় আলাদা করে বিশেষ কোনও পরিচয় দেওয়ার প্রয়োজন নেই‌। ২০১৬ সালে এফসি বার্দেজ’কে…

Armando Colaco

ভারতীয় ফুটবলে বিদগ্ধ কোচেদের মধ্যে একজন হলেন আর্মান্দো কোলাসো (Armando Colaco)। তার বিষয় আলাদা করে বিশেষ কোনও পরিচয় দেওয়ার প্রয়োজন নেই‌। ২০১৬ সালে এফসি বার্দেজ’কে কোচিং করানোর পর দীর্ঘদিন ফুটবল মাঠের থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। তার অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ফের কবে মাঠে ফিরবেন ভারতীয় ফুটবলের অন‍্যতম সেরা কোচ।এ বার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

তার কাছে প্রস্তাব ছিলো স্পোর্টিং ক্লাব দে গোয়ার কোচ হওয়ার। সেই প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। আগামী শুক্রবার নতুন ক্লাবের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন কোলাসো‌। তার সাথে তিন বছরের চুক্তি হয়েছে এই ক্লাবের।২০০৫ থেকে ২০১২ সাল অবধি ডেম্পো’কে টানা পাঁচবার লিগ চ‍্যাম্পিয়ান করিয়েছিলেন এই ভারতীয় কোচ। পরবর্তী সময়ে ভারতের পাশাপাশি ইস্টবেঙ্গল’এর কোচের পদেও দেখা গেছে তাকে।

   
Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News