CFL: রোনাল্ডো ভক্ত অরিত্র এবার খেলবেন পিয়ারলেসের হয়ে

দরজায় কড়া নাড়তে শুরু করেছে কলকাতা ফুটবল লিগ (CFL)। দল গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য নতুন করে দল গুছিয়ে…

Aritra Ghosh CFL

দরজায় কড়া নাড়তে শুরু করেছে কলকাতা ফুটবল লিগ (CFL)। দল গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য নতুন করে দল গুছিয়ে নিচ্ছে পিয়ারলেস। এখনও পর্যন্ত যা খবর তাতে পিয়ারলেস এবার বেশ শক্তিশালী স্কোয়াড গঠন করছে।

   

গত মরসুমের কলকাতা ফুটবল লিগে একাধিক তরুণ ফুটবলার নিজেদের চিনিয়েছিলেন আলাদা করে। অরিত্র ঘোষ তাঁদের মধ্যে অন্যতম। এরিয়ানের হয়ে পরপর ম্যাচে জোড়া গোল করে নজর কেড়েছিলেন। সব মিলিয়ে করেছিলেন ৫ গোল। তিনবার হয়েছিলেন ম্যান অফ দ্যা ম্যাচ। গতবার এরিয়ানের হয়ে খেলা অরিত্র এবার খেলতে চলেছেন পিয়ারলেসের জার্সি পরে।

Mohun Bagan: কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, ট্রফি জয়ের সুযোগ

ইতিমধ্যে পিয়ারলেসের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে অরিত্রর। নতুন দলের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই ভক্ত আসন্ন কলকাতা ফুটবল লিগে আরো ভাল খেলতে চাইছেন।

হুগলির জাঙ্গিপাড়ার অরিত্র ঘোষ অনুপ্রাণিত হয়েছিলেন নিজের বাবাকে দেখে। তাঁর বাবা শান্তি রঞ্জন ঘোষ নিজেও এক সময় ফুটবল খেলতেন। কিন্তু খুব বেশি দূর এগোতে পারেননি। বড় দলের খেলার ইচ্ছা ছিল। কিন্তু পারিবারিক সমস্যার কারণে সেই ইচ্ছা পূরণ করতে পারেননি। তাই ছেলেকে সর্বদা উৎসাহ যুগিয়ে চলেছেন ভালো করে খেলার জন্য। জাঙ্গিপাড়া থেকে নিয়মিত কলকাতার মাঠে যাতায়াত। ভোর ভোর বেরিয়ে পড়েন বাড়ি থেকে। মা টিফিন বানিয়ে দেন।

CFL: কাস্টমসের হয়ে খেলবেন মোহনবাগানের বিরুদ্ধে গোল করা আভাস

অরিত্র ঘোষের লড়াইটা সহজ নয়। পরিবারের সদস্যরা যেমন পাশে রয়েছেন, তেমনই পাশে রয়েছে উত্তরপাড়া নেতাজী ব্রিগেড। উত্তরপাড়া নেতাজী ব্রিগেডের সাহায্যে কলকাতার মাঠে অরিত্র ঘোষের আত্মপ্রকাশ। এরিয়ান ক্লাবের হয়ে খেলার আগে উয়াড়ির হয়ে ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন।