Inter Kashi FC: অরিন্দমকে নিয়ে চলা জল্পনার অবসান

স্কোয়াড লিস্টে প্রথমে নাম ছিল না। অথচ অনেক দিন আগে জানা গিয়েছিল যে ইন্টার কাশির (Inter Kashi FC) সঙ্গে চুক্তবিদ্ধ হয়েছেন অরিন্দম ভট্টাচার্য। শনিবার ভারতীয়…

Arindam Bhattacharya

স্কোয়াড লিস্টে প্রথমে নাম ছিল না। অথচ অনেক দিন আগে জানা গিয়েছিল যে ইন্টার কাশির (Inter Kashi FC) সঙ্গে চুক্তবিদ্ধ হয়েছেন অরিন্দম ভট্টাচার্য। শনিবার ভারতীয় ফুটবলে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে ইন্টার কাশি। তার আগে ক্লাবের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল পূর্ণাঙ্গ স্কোয়াড।

Advertisements

শনিবার আই লীগের ম্যাচে নেমেছিল ইন্টার কাশি। প্রতিপক্ষ সম্প্রতি সময়ে ভারতীয় ফুটবলের অন্যতম আলোচিত ক্লাব গোকুলাম কেরালা। ম্যাচের স্কোর লাইন ২-২। নতুন দল হিসেবে ইন্টার কাশির এই ফলাফল বেশ ভালো বলা চলে। ইন্টার কাশি দুর্গের শেষ প্রহরী ছিলেন অরিন্দম ভট্টাচার্য।

   

ম্যাচের আগে পূর্ণাঙ্গ স্কোয়াড প্রকাশ করেছিল ইন্টার কাশি। সেখানে অরিন্দমের নাম দেখে অনেকেই আশ্বস্ত হয়েছিলেন। তারপর প্রথম একাদশে। অভিজ্ঞ গোলরক্ষকের ওপর আস্থা রেখেছিলেন কার্লোস সন্টামারিনা। নিজের সেরা সময় অরিন্দম অনেক আগে পিছনে ফেলে এসেছেন। তবুও আই লীগ ২০২৩ এর প্রথম ম্যাচে তার পার্ফরম্যান্স উল্লেখযোগ্য। কিছু ক্ষেত্রে শ্লথ মনে হলেও দলের নিশ্চিত পতন রোধ করতে পেরেছেন অরিন্দম। মরসুম এগোনোর সঙ্গে তার খেলা আরও খুলবে বলে ফুটবল প্রেমীরা আশা করতেই পারেন।

ম্যাচের দু’বার লিড নেওয়ার পরেও শেষ রক্ষা করতে পারেনি গোকুলাম কেরালা ফুটবল ক্লাব। প্রতি অর্ধে হয়েছে দু’টি করে গোল। খেলার শেষ অংশে ভালো সেভ করে ইন্টার কাশিকে ম্যাচে টিকে থাকতে সাহায্য করেছিলেন অরিন্দম।