তিনে তিন, মেসিকে মাঠে না নামিয়েও জিতল Argentina

Argentina Copa America 2024

লিওনেল মেসিকে (Lionel Messi) ছাড়াই তিন ম্যাচে জিতে ‘এ’ গ্রুপ শেষ করেছে আর্জেন্টিনা (Argentina)। আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচের প্রতিটিতে বদলি খেলোয়াড় হিসেবে গোল করার পর ২০২৪ কোপা আমেরিকায় এবার শুরুতে নেমেই গোল পেলে লাউতারো মার্টিনেজ। পেরুর বিরুদ্ধে দু’টি গোল করেছেন তিনি। এই ম্যাচে মারিয়া ও লাউতারো আর্জেন্টিনার জয়ের অন্যতম কান্ডারি।

Advertisements

CFL 2024: ১০ মিনিটে ৩ গোল, নৈহাটিতে ঝড় তুলল ভবানীপুর

   

প্রথম গোলের ক্ষেত্রে অ্যাঞ্জেল ডি মারিয়ার অবদান অনেকটা। তাঁর বাড়ানো থ্রু বল অবিন্যস্ত করে দিয়েছিল পেরুর ডিফেন্সকে। সেই সুযোগকে কাজে লাগান মার্টিনেজ। প্রতিপক্ষের জালে বল পাঠাতে কোনো ভুল করেননি তিনি। পেদ্রো গালেসের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন লাউতারো।

ম্যাচের কিছুক্ষণ আগে ম্যানচেস্টার সিটির জুলিয়ান আলভারেজকে পেছনে ফেলে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মার্টিনেজ। ম্যাচের বেশিরভাগ সময়ে বল ছিল আর্জেন্টিনার ফুটবলারদের দখলে। আক্রমণ হোক কিংবা বল পজিশন, প্রতিপক্ষকে পিছিয়ে ফেলে দিয়েছে কাটার বিশ্বকাপ বিজেতারা। ফিফা বিশ্বকাপ জয় করার পর কোপা আমেরিকা ২০২৪ দুরন্তভাবে শুরু করেছে নীল সাদা ব্রিগেড। গ্রূপ পর্বের সব ম্যাচ জিতে দলে চলে গিয়েছে পরের পর্বে।

Advertisements

CFL-এ নজর কাড়লেন এক বাঙালি ফরোয়ার্ড

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার হয়ে জয় পাওয়ার পর মেসি বলেছিলেন, পুরো ৯০ মিনিট খেলেও হ্যামস্ট্রিংয়ে কিছুটা অস্বস্তি অনুভব করছেন তিনি। ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় ইনজুরি সারিয়ে নকআউট রাউন্ডে খেলবেন বলে আশা করা হচ্ছে। কোয়ার্টার ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্স আপ দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।