Argentina vs Costa Rica: এক গোলে পিছিয়ে পড়ে তিন গোল দিল আর্জেন্টিনা

Argentina vs Costa Rica

কোস্টা রিকার বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা (Argentina vs Costa Rica)। লিওনেল মেসি না থাকলেও পূর্ণ শক্তির দল নিয়ে বুধবারের প্রীতি ম্যাচে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ধারেভারে কোনওভাবেই বিশ্বকাপ বিজয়ীদের সমকক্ষ নয় উল্টো দিকে থাকা দল। তবুও সমস্ত অংক বানচাল করে এগিয়ে গিয়েছিল কোস্টারিকা।

ক্যালিফোর্নিয়ার মাঠে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-কোস্টারিকা। ম্যাচের বেশিরভাগ সময় আধিপত্য বজায় রেখেছিল আর্জেন্টিনা। হাতেগোনা কয়েকটা ক্ষেত্রে আক্রমণ গড়তে পেরেছিল কোস্টারিকা। তার মধ্যেই একটি গোল তুলে নিয়েছিল তারা। ৩৪ মিনিটে গোল করে কোস্টারিকাকে এগিয়ে দিয়েছিলেন ম্যানফ্রেইদ উগেইদ।

   

পিছিয়ে পড়ার পর আক্রমণে আরও চাপ বাড়ানোর কৌশল অবলম্বন করে আর্জেন্টিনা। গোল আসে বিরতির পর। প্রতিপক্ষের বক্সের অনেকটা বাইরে থেকে ফ্রি কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান অ্যাঞ্জেল ডি মারিয়া। ৫২ মিনিটে মারিয়া গোল করার মিনিট পাঁচেকের মধ্যেই ফের গোল আর্জেন্টিনার। এবার গোল করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

দ্বিতীয়ার্ধে পরিকল্পনায় কিছু বদল করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মাঠে নামান রদ্রিগো ডি পল, নিকো গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ সহ মোট ছয় ফুটবলারকে। তুলে নেন ডি মারিয়া, অ্যালিস্টার সহ প্রথমার্ধ জুড়ে খেলা একাধিক খেলোয়াড়কে। আর্জেন্টিনার পক্ষে ব্যবধানে ৩-১ করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা লাউতারো মার্টিনেজ। ফাঁকা গোল মিস না করলে আর্জেন্টিনার পক্ষে আরও একটা গোল যোগ করতে পারতেন নিকো গঞ্জালেজ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন